দেশে ফিরে যাচ্ছেন মিনিস্টার ঢাকার হয়ে খেলা ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। ফলে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে তাকে আর পাওয়া যাবে না। ঢাকার মাঠে গড়ানো সবগুলো ম্যাচের একাদশেই ছিলেন তিনি।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর মিনিস্টার ঢাকার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বলা হয়, দেশের উদ্দেশে শনিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ত্যাগ করবেন আন্দ্রে রাসেল।
ঢাকার পক্ষ থেকে জানানো হয়, শনিবার রাতের ফ্লাইটে বাংলাদেশ ছাড়বেন আন্দ্রে রাসেল। অন্য কোথাও প্রতিশ্রুতি দেওয়া থাকায় আসরে শেষ হওয়ার আগেই চলে যাচ্ছেন তিনি।
চলমানে আসরের শুরু থেকে দলের সাথে থাকা রাসেল ব্যাট হাতে ছয় ম্যাচের পাঁচটিতে ১৫ দশমিক ২৫ গড়ে করেছেন মাত্র ৬১ রান। ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তিনি। এছাড়া বল হাতে ৬ ম্যাচে ১৭ দশমিক ৩ ওভারে শিকার করেছেন ৮টি উইকেট।
বাংলাদেশ ছাড়ার আগে এক ভিডিও বার্তায় রাসেল বলেন, ‘আজ (শুক্রবার) রাতে আমার শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেল। ড্রে রাস যা করে, তা করার জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু বৃষ্টির কারণে তা সম্ভব হলো না।’
বিপিএল ছেড়ে চলে গেলেও নিজের দল মিনিস্টার ঢাকার খোঁজ-খবর নেবেন বলেও জানিয়েছেন তিনি। বলেন, ‘আমি সবাইকে শুভকামনা জানাই। আমাদের দলের শিরোপা জেতার সামর্থ্য আছে। সব ফ্যানদের বলবো, আপনারা ঢাকাকে সমর্থন করুন। আমিও ডালাসে বসে সব-সময় খোঁজ রাখবো।’
চলে যাওয়ার কারণ হিসেবে রাসেল বলেন, ‘আমার এখনই চলে যেতে হবে। আমার ফিটনেস নিয়ে কিছু কাজ করতে হবে। তবে হ্যাঁ এখানে খুব উপভোগ করেছি, খুব মজা হয়েছে। আমাদের দলের খেলোয়াড়দের চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আছে। দলের জন্য শুভকামনা।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]