বৃষ্টির পেটে বরিশাল-সিলেটের ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২২
বৃষ্টির পেটে বরিশাল-সিলেটের ম্যাচ

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান অষ্টম আসরে প্রথমবারের মতো কোন ম্যাচ পরিত্যক্ত হলো। বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারলো না ফরচুর বরিশাল ও সিলেট সানরাইজর্সের মধ্যকার ম্যাচটি। আসরের ১৯তম ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় দুই দলই সমান একটি করে পয়েন্ট অর্জন করলো।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচের টস হওয়ার আগে থেকে বৃষ্টি শুরু হয়। মাঘের শেষ দিকে খারাপ আবহাওয়ায় বরিশাল ও সিলেটের মধ্যকার ম্যাচটির টসও করা সম্ভব হয়নি। দীর্ঘ অপেক্ষার পর বিকেল পৌনে চারটার দিকে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় নিয়ম অনুযায়ী সিলেট ও বরিশালকে একটি করে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছে। ভাগ করা পয়েন্ট পেয়ে সিলেট সন্তুষ্ট হরেলও বরিশালের জন্য নিশ্চিতভাবে হতাশার। কারণ মাঠের খেলা ফেবারিট ছিল তারাই।

এদিকে, পয়েন্ট ভাগ হলেও এক পয়েন্ট নিয়েই আবারও শীর্ষে ফিরেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। নিজেদের খেলা সাত ম্যাচে ৪ জয়, ২ পরাজয় ও ১ পরিত্যক্ত ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে এখন বরিশাল।

অন্যদিকে, পাঁচ ম্যাচে ১ জয় ও পরিত্যক্ত এই ম্যাচের ১ নিয়ে মোট ৩ পয়েন্ট নিয়ে সবার নিচে সিলেট সানরাইজার্স।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মোস্তাফিজের পর ইমরুল-লিটন, দুর্দান্ত জয়ে শীর্ষে ফিরলো কুমিল্লা

মোস্তাফিজের পর ইমরুল-লিটন, দুর্দান্ত জয়ে শীর্ষে ফিরলো কুমিল্লা

হাসলো ফ্লেচারের ব্যাট, সহজে জিতলো খুলনা

হাসলো ফ্লেচারের ব্যাট, সহজে জিতলো খুলনা

চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলের সেরা পাঁচ

চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলের সেরা পাঁচ

বিপিএলের আট আসরে ২৫ ফ্র্যাঞ্চাইজি!

বিপিএলের আট আসরে ২৫ ফ্র্যাঞ্চাইজি!