বিরতি শেষে আবারও মাঠে গড়ালো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের খেলা। সোমবার (৩০ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচে টস জিতে কুমিল্লাকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছে চট্টগ্রাম।
চট্টগ্রাম পর্বে রোববার (২৯ জানুয়ারি) একদিনের বিরতি ছিল। বিরতিতে খেলা না থাকলেও চট্টগ্রামের নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে ঘটে গেছে নাটকীয় ঘটনা। অধিনায়কত্ব পরিবর্তনকে কেন্দ্র করে বেশ নাটকীয় ঘটনা ঘটে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শিবিরে।
শেষ পর্যন্ত সমঝোতায় আসা মিরাজ আজকের ম্যাচে খেলছেন। তবে নিজের সিদ্ধান্ত মতো দলের নেতৃত্ব দিচ্ছেন না মিরাজ। তার পরিবর্তে আগের ম্যাচে নেতৃত্ব দেওয়া নাইম ইসলামের কাঁধেই অধিনায়কত্বের দায়িত্ব রয়েছে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মূলত আগের জেতা ম্যাচের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি। অন্যদিকে, কুমিল্লার একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে ফিরেছেন লিটন দাস ও আরিফুল হক। আর তাদের জায়গায় বাদ পড়েছেন মুমিনুল হক ও মাহিদুল ইসলাম অঙ্কন।
কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, ক্যামেরন ডেলপোর্ট, আরিফুল হক, শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোস্তাফিজুর রহমান ও করিম জানাত।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
নাইম ইসলাম (অধিনায়ক), কেনার লুইস (উইকেটরক্ষক), উইল জ্যাকস, আফিফ হোসেন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, বেনি হাওয়েল, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, নাসুম আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]