বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল ভালো করলেও হঠাৎই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্ব থেকে মেহিদী হাসান মিরাজকে সরিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, বিদায়ী কোচ পল নিক্সনের পরামর্শে টিম ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে বিষয়টি মানতে পারছেন না জাতীয় দলের এ ক্রিকেটার। সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের হয়ে বিপিএলের বাকি ম্যাচগুলোতে তিনি আর খেলবেন না।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনা শনিবারের (২৯ জানুয়ারি)। সিলেট সানরাইজার্সের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে মিরাজের পরিবর্তে টস করেন নাঈম ইসলাম।
ব্যাট নয়তো বল, ব্যক্তিগত পারফর্ম্যান্স নিয়ে অসন্তুষ্ট ছিলেন না মেহেদী মিরাজ। নিজেদের খেলা পাঁচ ম্যাচে একটিতে হয়েছে ম্যাচসেরা খেলোয়াড়ও। তবে হঠাৎ করে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় ক্ষুদ্ধ হয়েছেন জাতীয় দলের এ অলরাউন্ডার। সিদ্ধান্ত নিয়েছেন চলমান বিপিএলে আর কোন ম্যাচই খেলবেন না তিনি।
বিপিএলে না খেলার সিদ্ধান্ত ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে মেইল করে জানিয়ে দিয়েছেন মিরাজ। বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমে তিনি বলেন, “প্রক্রিয়া অনুসরণ করেই দল (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ছেড়ে যাচ্ছি। দল ও বিসিবির প্রধান নির্বাহীকে এ বিষয়ে ই-মেইল করেছি।”
নেতৃত্ব হারিয়ে ক্ষুব্দ মিরাজ বিপিএল না খেলার সিদ্ধান্ত নিলেও ই-মেইলে মিরাজ ভিন্ন কারণ উল্লেখ করেছেন। তিনি বলেন, “ই-মেইলে মায়ের অসুস্থ্যতার কথা বলেছি। চট্টগ্রামের ম্যানেজমেন্ট জাতীয় দলের ক্রিকেটারের মানহানি করেছে। এমন তো নয় যে, আমি বাজে খেলেছি বা দল খারাপ করেছে। বলা নেই, কওয়া নেই -এভাবে সরিয়ে দেওয়াটা মেনে নিতে পারছি না।”
বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে প্রথম চার ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মিরাজ। সেখানে দুটি জয় এবং দুটি পরাজয় রয়েছে। নেতৃত্ব হারানোর পর মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকে জয় পাওয়া ম্যাচেও খেলেছেন তিনি।
জানা গেছে, আজ রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যার ফ্লাইটে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়বেন মেহেদী হাসান মিরাজ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]