বিপিএল অভিষেকেই মৃত্যুঞ্জয়ের হ্যাটট্টিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২২
বিপিএল অভিষেকেই মৃত্যুঞ্জয়ের হ্যাটট্টিক

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে অষ্টম আসরে প্রথম হ্যাটট্টিকের নজির গড়লেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। আসরের ১২তম ম্যাচে সিলেট সানরাজার্সের বিপক্ষে বিপিএলের অভিষেকেই হ্যাটট্টিক করে রেকর্ড বইয়ে নাম তুললেন মৃত্যুঞ্জয়।

শনিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজের তৃতীয় ও সিলেটের ইনিংসে ১৮তম ওভারের তৃতীয়-চতুর্থ ও পঞ্চম, টানা তিন বলে এনামুলকে ৭৮ রানে, মোসাদ্দেক হোসেনকে ০ ও বোপারাকে ১৬ রানে আউট করে হ্যাটট্টিক করেন মৃত্যুঞ্জয়। বিপিএল ইতিহাসে সব মিলিয়ে এটি ষষ্ঠ এবং বাংলাদেশি হিসেবে তৃতীয় হ্যাটট্রিক।

এছাড়া অভিষিক্ত দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্টিকের রেকর্ড গড়লেন ২০ বছর বয়সী বাঁ হাতি পেসার মৃত্যুঞ্জয়। এর আগে বাংলাদেশিদের মধ্যে বিপিএলের অভিষেকে হ্যাটট্টিক করেছিলেনন আলিস আল ইসলাম। আর বাংলাদেশের মধ্যে অন্য হ্যাটট্টিক ম্যান হলেন আল-আমিন হোসেন।

২০১৫ সালে আল আমিন ও ২০১৯ সালে আলিস হ্যাটট্টিক করেন। বিদেশি মধ্যে তিনজন হলেন- মোহাম্মদ সামি (২০১২ সাল), ওয়াহাব রিয়াজ ও আন্দ্রে রাসেল (২০১৯ সাল)।

মৃত্যুঞ্জয় চৌধুরীর হ্যাটট্রিকে ১৬ রানে জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস হেরে প্রথমে ব্যাট হরে ৫ উইকেটে ২০২ রানের সংগ্রহ গড়েছিল নাঈম ইসলামের নেতৃত্বাধীন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাবে ব্যাট করতে নেমে জয়ের কাছাকাছি গেলেও মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকে ১৬ রান দূরে থাকতে থেমে যায় সিলেট সানরাইজার্স।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকে জয় পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকে জয় পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

মুশফিকের রিভার্স সুইপ, তীরে গিয়ে বরিশালের কাছে হারলো খুলনা

মুশফিকের রিভার্স সুইপ, তীরে গিয়ে বরিশালের কাছে হারলো খুলনা

সিমন্স-তামিমের সেঞ্চুরির ম্যাচে ঢাকার দুর্দান্ত জয়

সিমন্স-তামিমের সেঞ্চুরির ম্যাচে ঢাকার দুর্দান্ত জয়

সিমন্সের ব্যাটে চট্টগ্রাম পর্বে এলো বিপিএলের প্রথম সেঞ্চুরি

সিমন্সের ব্যাটে চট্টগ্রাম পর্বে এলো বিপিএলের প্রথম সেঞ্চুরি