বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেঞ্চুরি হাঁকালেন সিলেট সানরাইজার্সের ক্যারিবীয় ওপেনার লেন্ডল সিমন্স। মিনিস্টার ঢাকার বিপক্ষে ব্যাট হাতে তিনি ১১৬ রানের ইনিংস খেলেন। যা বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান অষ্টম আসরে প্রথম কোন সেঞ্চুরি।
শুক্রবার (২৮ জানুয়ারি) আসরের দশম এবং চট্টগ্রাম পর্বের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মিনিস্টার ঢাকা। ফলে প্রথমে ব্যাট করতে নামে সিলেট সানরাইজার্স। দলের পক্ষে ব্যাট হাতে ওপেনিং জুটিতে মাঠে নামেন লেন্ডল সিমন্স এবং এনামুল হক বিজয়।
ব্যাটিংয়ে শুরু থেকেই ঢাকার বোলারদের উপর বিধ্বংসী ছিলেন সিমন্স এবং বিজয়। ব্যক্তিগত ১৮ রান (১৬ বল) বিজয় ফিরে গেলে ৫০ রানে সিলেটের উদ্বোধনী জুটি ভাঙে। বিজয় ফিরে গেলেও ঢাকার বোলারদের উপর চড়াও ছিলেন লেন্ডল সিমন্স।
ঢাকার বোলারদের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন সিমন্স। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে নিজের ৩৪তম বলে চার মেরে অর্ধশত রান (৫২) স্পর্শ করেন তিনি। ব্যাট হাতে প্রথম শ্রেণির টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৬০তম অর্ধশত স্পর্শ করার পর আরও বিধ্বংসী হয়ে উঠেন তিনি।
৩৪ বলে ৫২ রান করার পর ৫৯তম বলে সেঞ্চুরি স্পর্শ করেন সিমন্স। ইবাদত হোসেনের বলে পর পর দুই চারে প্রথম শ্রেণির টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান ক্যারিয়ান এ ব্যাটার। ১৮তম ওভারে সেঞ্চরি হাঁকানোর পর অবশ্য খেলা শেষ করে ফিরতে পারেননি। ১৯তম ওভারে আন্দ্রে রাসেলের বলে সাজঘরে ফিরেন তিনি। রাসেলের করা চতুর্থ বলে তামিমের হাতে ক্যাচ বন্দি হওয়ার আগের তিন বলে দুই চার ও এক ছক্কা হাঁকান সিমন্স।
সাজঘরে ফেরার আগে ৬৫ বলে ১১৬ রান করেন সিমন্স। তার এই ইনিংসে ১৪টি চারের মাসের সাথে ৫টি ছক্কার মার ছিল। সিমন্সের এমন বিধ্বংসী ব্যাটিংয়ে ১৭৫ রানের সংগ্রহ গড়ে সিলেট সানরাইজার্স।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]