ঢাকার প্রাশমিক পর্ব শেষ হওয়ার পর বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা উঠছে এখন বন্দর নগরী চট্টগ্রামে। দুইদিন বিরতি দিয়ে শুক্রবার (২৮ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আবারও বসছে টি-টোয়েন্টি ক্রিকেটের এই উৎসব। করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় ঢাকার ন্যায় চট্টগ্রামের গ্যালারিও ফাঁকা থাকছে, গ্যালারিতে বসে খেলা দেখছেন পারছেন না দর্শকরা।
বিপিএলে অংশ নেওয়া ছয়টি দল ইতিমধ্যে চট্টগ্রামে পৌঁছেছে। সবার আগে মঙ্গলবার নিজেদের এলাকায় গিয়ে পৌঁছে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এরপর ক্রমান্বয়ে নিজেদের সুবিধা মতো বাকি দলগুলো বন্দর নগরী চট্টগ্রামে গিয়ে পৌঁছেছে।
চট্টগ্রাম পর্বে একদিন বিরতি দিয়ে মোট চারদিন খেলা হবে। ঢাকার মতো চট্টগ্রামেও প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিনের (শুক্রবার) প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স। দিনের অপর ম্যাচে মাঠে নামবে সিলেট সানরাউজার্স এবং মিনিস্টার ঢাকা।
এদিকে, বিপিএলে ঢাকার মাঠে রানখরা থাকলেও চট্টগ্রামে রানে ফেরার আশায় ব্যাটাররা। কারণটাও সবার জানা, ঢাকা উইকেটের চেয়ে চট্টগ্রামের মাঠ ব্যাটিং সহায়ক। ফলে খেলোয়াড় ও ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে থাকেন বিপিএলে চট্টগ্রাম পর্বের জন্য। বিপিএলের গত বেশ কয়েকটি আসরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২শ’তাধিকের উপরে একাধিক ইনিংস হয়েছে।
চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার পর বিপিএলের খেলা আবারও ঢাকায় ফিরবে। ঢাকার দ্বিতীয় পর্বে মাত্র দুইদিনের খেলা শেষে বিপিএল চলে যাবে সিলেটে। সেখানে তিন দিনের খেলা শেষে আবারও ঢাকায় ফিরবে বিপিএল। বাকি সবগুলো ম্যাট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।
বিপিএলের চট্টগ্রাম পর্বের সূচি
২৮ জানুয়ারি, ২০২২
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স
সিলেট সানরাইজার্স বনাম মিনিস্টার গ্রুপ ঢাকা
২৯ জানুয়ারি, ২০২২
খুলনা টাইগার্স বনাম ফরচুন বরিশাল
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট সানরাইজার্স
৩১ জানুয়ারি, ২০২২
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস
খুলনা টাইগার্স বনাম ফরচুন বরিশাল
০১ ফেব্রুয়ারি, ২০২২
কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম মিনিস্টার গ্রুপ ঢাকা
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস]