বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পঞ্চম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে মিনিস্টার ঢাকা। বিপরীতে টস হেরে প্রথমে ব্যাট করছে ফরচুন বরিশাল। ঢাকা আসার পর করোনার নেগেটিভ শনাক্ত হওয়ায় এ ম্যাচ দিয়ে বরিশালের হয়ে মাঠে নামছেন ক্রিস গেইল। তবে ঢাকার তৃতীয় ম্যাচেও খেলা হচ্ছে না মাশরাফি বিন মর্তুজার।
রোববার (২৪ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মিনিস্টার ঢাকা এবং ফরচুন বরিশাল। চলমান বিপিএলে ঢাকার এটি তৃতীয় ম্যাচ হলেও বরিশালের দ্বিতীয় ম্যাচ।
মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন ঢাকা দুটি ম্যাচ খেললেও একটিতেও জয়ের দেখা পায়নি। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীর ফরচুন বরশিাল।
ফরচুন বরিশাল একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৈকত আলি, ক্রিস গেইল, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি জোসেফ, তাইজুল ইসলাম, শফিকুল ইসলাম।
মিনিস্টার ঢাকা একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), জহুরুল ইসলাম, নাইম শেখ, আন্দ্রে রাসেল, শুভাগতহোম চৌধুরী, ইসুরু উদানা, আরাফাত সানি, রুবেল হোসেন, হাসান মুরাদ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]