টানা ফিফটি, বিপিএলে সর্বোচ্চ রানের মালিক তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২২ জানুয়ারি ২০২২
টানা ফিফটি, বিপিএলে সর্বোচ্চ রানের মালিক তামিম

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মিনিস্টার ঢাকার হয়ে খেলছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক ও ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ফিফটি হাঁকালেন তিনি। প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫০ করার পর দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে করলেন ৫২ রান।

শনিবার (২২ জানুয়ারি) টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের ১৬২ রানের ছুড়ে দেওয়া টার্গেটে ব্যাট করতে নামে ঢাকা। দলের অপর ওপেনার মোহাম্মদ শাহজাদ চলে গেলেও ব্যাট হাতে রানে চাকা ঘুরান তামিম ইকবাল। যদিও প্রথম দিকে রান পাচ্ছিলেন না জাতীয় দলের এ ড্যাশিং ওপেনার।

ব্যাট করতে নেমে প্রথম মোকাবেলা করা ১৫ বল থেকে তামিমের ব্যাটে রান ছিল মাত্র ৩। ১৬তম বলে ছক্কা হাঁকিয়ে রান খরার খোলস থেকে বের হন তিনি। চড়াও হয়ে ওঠেন প্রতিপক্ষ বোলারদের উপর। ৪২ বলে তুলে নেন ফিফটি (৫১)।

ফিফটি করে প্রথম ম্যাচের ন্যায় দ্বিতীয় ম্যাচেও নিজের ইনিংস আর বড় করতে পারেননি তামিম ইকবাল। মিরাজের করা ১১তম ওভারের শেষ বলে আরও ১ রান নেন তামিম। এরপর ১২তম ওভারে বল করা শরিফুল ইসলামের দ্বিতীয় বলে সাজঘরে ফিলেন তিনি। ৪৫ বলে ৫২ রান করেন তামিম ইকবাল। তার এ ইনিংসে ৬টি চারের সাথে ২টি ছক্কার মার ছিল।

এদিকে, বিপিএলে এ ইনিংস খেলে আরও একটি রেকর্ড গড়েন তামিম ইকবাল। বিপিএলে সর্বোচ্চ রানের মালিক এখন তামিম ইকবাল। বিপিএলে ৮৬ ম্যাচে ২ হাজার ২৮০ নিয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন মুশফিকুর রহিম। তবে মুশফিকের চেয়ে ১৪ ম্যাচ কম খেলে বিপিএলে সর্বোচ্চ রানের মালিক বনে গেলেন তামিম।

মিনিস্টার ঢাকার হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে ৭২তম ম্যাচে ২ হাজার ২৭৪ রান করেছিলেন তামিম ইকবাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪৫ বলে ৫২ রান করায় বিপিএলে তামিমের মোট রান এখন ২ হাজার ৩২৬। যা যেকোন ব্যাটারের চেয়ে সর্বোচ্চ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে প্রথম ম্যাচেই তামিমের ফিফটি

বিপিএলে প্রথম ম্যাচেই তামিমের ফিফটি

ঢাকার রান পাহাড় ডিঙিয়ে খুলনার দুর্দান্ত জয়

ঢাকার রান পাহাড় ডিঙিয়ে খুলনার দুর্দান্ত জয়

মিরাজের ঘূর্ণিতেও পারলো না চট্টগ্রাম, উদ্বোধনী ম্যাচেই বরিশালের জয়

মিরাজের ঘূর্ণিতেও পারলো না চট্টগ্রাম, উদ্বোধনী ম্যাচেই বরিশালের জয়

সহজ লক্ষ্য কঠিন করে জিতলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সহজ লক্ষ্য কঠিন করে জিতলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স