বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জয়ের জন্য মিনিস্টার ঢাকাকে ১৬২ রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রানের সংগ্রহ গড়েছে চট্টগ্রাম। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৪১ রান করেছেন উইল জ্যাকস।
শনিবার (২২ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মিনিস্টার ঢাকা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিজেদের প্রথম ম্যাচে বড় স্কোর গড়তে না পারলেও ফ্লাডলাইটের নিচে দ্বিতীয় ম্যাচে রানের দেখা পেয়েছি চট্টগ্রাম। শুরুতেই উইকেট হারালেও ১৬১ রানের সংগ্রহ গড়ে তারা।
নিজেদের প্রথম ম্যাচে ৬ রান করা চট্টগ্রামের ওপেনার কেনার লুইস আজও বড় সংগ্রহ গড়তে পারেনি। তিনি ফেরেন মাত্র ২ রানে। রুবেল হোসেনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৯ বল খেলে ফিরেন লুইস।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শিবিরে স্বস্তি এনে দেন সাব্বির রহমান। ১৭ বলের ইনিংসে ২টি করে চার ও ছক্কায় ২৯ রান করেন তিনি। সাব্বিরের সঙ্গে ৪৬ রানের জুটি গড়ার পথে ২৫ রান করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এছাড়া শামীম হোসেন (১), নাইম ইসলামরা (০) ব্যাট হাতে হয়েছেন ব্যর্থ।
শেষ দিকে আবারও রান তোলার দায়িত্ব কাঁধে তুলে নেন প্রথম ম্যাচে ঝড়ো ইনিংস খেলা বেনি হাওয়েলে। প্রথম ম্যাচে ২০ বলে ৪১ রান করা হাওয়েল দ্বিতীয় ম্যাচে খেলেন ১৯ বলে ৩৭ রানের ইনিংন। ১ চার ও ৩ ছক্কা হাঁকানো হাওয়েল আউট হন চট্টগ্রাম ইনিংসের শেষ বলে। ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রানের স্কোর গড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
অন্যদিকে, মিনিস্টার ঢাকার পক্ষে ৩টি উইকেট শিকার করেন রুবেল হোসেন। এছাড়া ১টি করে উইকেট তুলে নেন আরাফাত সানি, ইসুরু উদানা, শুভাগত হোম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]