টসে ঢাকার কাছে হারলো চট্টগ্রাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২২ জানুয়ারি ২০২২
টসে ঢাকার কাছে হারলো চট্টগ্রাম

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মিনিস্টার ঢাকা। লিগের চতুর্থ এ ম্যাচে ঢাকার কাছে টস হেরেছে চট্টগ্রাম। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধন্তি নিয়েছে মিনিস্টার ঢাকা। ইনজুরির কারণে ঢাকার হয়ে আজও খেলা হচ্ছে না মাশরাফি বিন মর্তুজার।

শনিবার (২২ জানুয়ারি) বিপিএলের চতুর্থ ও দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ঢাকা ও চট্টগ্রাম। দুটি দলেরই টুর্নামেন্টে এটি দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে কোন দলই জয়ের দেখা পায়নি। ফলে দুই দলই জয়ের খরার ভুগছে।

নিজেদের প্রথম ম্যাচে মিনিস্টার ঢাকা রানের পাহাড় গড়েও জয়ের দেখা পায়নি। ১৮৩ রানের সংগ্রহ গড়েও খুলনা টাইগার্সের কাছে ৫ উইকেটের হারের স্বাদ নিতে হয়েছে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ১২৫ রানের স্কোর করে সাকিব আল হাসানের বরিশালের কাছে ৪ উইকেটে হেরে গেছে মিরাজের চট্টগ্রাম।

এদিকে, ইনজুরির কারণে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও খেলছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ম মাশরাফি বিন মর্তুজা। এছাড়া দু’দলই নিজেদের প্রথম ম্যাচের একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচ খেলছে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), কেনার লুইস, শামীম হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, নাঈম ইসলাম, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ।

মিনিস্টার ঢাকা একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইবাল, নাঈম শেখ, জহুরুল ইসলাম, শুভাগত হোস চৌধুরী, আরাফাত সানী, রুবেল হোসেন, ইবাদত হোসেন চৌধুরী, ইসুরু উদানা, মোহাম্মদ শাহজাদ ও আন্দ্রে রাসেল।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সহজ লক্ষ্য কঠিন করে জিতলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সহজ লক্ষ্য কঠিন করে জিতলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ঢাকার রান পাহাড় ডিঙিয়ে খুলনার দুর্দান্ত জয়

ঢাকার রান পাহাড় ডিঙিয়ে খুলনার দুর্দান্ত জয়

বিপিএলে প্রথম ম্যাচেই তামিমের ফিফটি

বিপিএলে প্রথম ম্যাচেই তামিমের ফিফটি

মিরাজের ঘূর্ণিতেও পারলো না চট্টগ্রাম, উদ্বোধনী ম্যাচেই বরিশালের জয়

মিরাজের ঘূর্ণিতেও পারলো না চট্টগ্রাম, উদ্বোধনী ম্যাচেই বরিশালের জয়