বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং সিলেট সানরাইজার্স। ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। ফলে প্রথম ব্যাট হাতে মাঠে নেমেছে সিলেট।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২২ জানুয়াারি) দিনের প্রথম ম্যাচটি শুরু হয়েছে দুুপুর সাড়ে ১২টায়। এর আগে আসরের উদ্বোধনী দিন শুক্রবার দুই ম্যাচেই টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল।
প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিনেও দেখা মিললো অভিন্ন চিত্র। টস জিতে সিলেট অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত জানিয়ে দেন, আগে ফিল্ডিং করতে চান তারা।
সিলেট সানরাইজার্স একাদশ
মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলি, তাসকিন আহমেদ, কেসরিক উইলিয়ামস, রবি বোপারা ও কলিন ইনগ্রাম।
কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ
ইমরুল কায়েস (অধিনায়ক), মুমিনুল হক, আরিফুল হক, মাহিদুল ইসলাম অংকন (উইকেটরক্ষক), শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, করিম জানাত ও ক্যামেরন ডেলপোর্ট।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]