বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করা সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্স। বিপরীতে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমেছে মিনিস্টার গ্রুপ ঢাকা। নিজেদের প্রথম ম্যাচে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদসহ তামিম ইকবাল থাকলেও একাদশে নেই মাশরাফি বিন মর্তুজা।
শুক্রবার (২১ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স এবং মিনিস্টার গ্রুপ ঢাকা। দুই দলের নেতৃত্বে রয়েছেন যথাক্রমে মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রথমে মালিকানা হারালেও ড্রাফট থেকে তামিম ইবকাল এবং মাশরাফিকে দলে ভেড়ায় বিসিবির দায়িত্বে থাকা বিপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি ঢাকা। আর ফ্র্যাঞ্চাইজিটি আগে থেকেই দলে নিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। ফলে জাতীয় দলের পঞ্চপান্ডবের তিনজনকেই পায় ঢাকা।
বিপিএলের অষ্টম আসর দিয়ে দীর্ঘ দিন পর প্রতিযোগীদামূলক ক্রিকেটে ফেরার কথা ছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। তবে দীর্ঘদিনের শত্রু ইনজুরি মাশরাফির মাঠে ফেরার পথ আরও দীর্ঘ করে দিয়েছে।
বিপিএলে দল পাওয়ার পর মাঠের অনুশীলনে পুরোনো ব্যধা আবারও অনুভব করায় নিজেদের প্রথম ম্যাচে মাশরাফিকে একাদশে রাখা হয়নি।
এর আগে উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৪ উইকেটে হেরে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইবাল, নাঈম শেখ, জহুরুল ইসলাম, শুভাগত হোস চৌধুরী, আরাফাত সানী, রুবেল হোসেন, ইবাদত হোসেন চৌধুরী, ইসুরু উদানা, মোহাম্মদ শাহজাদ ও আন্দ্রে রাসেল।
খুলনা টাইগার্স একাদশ
মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, তানজিদ হাসান তামিম, রনি তালুকদার, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা, সোহরাওয়ার্দি শুভ, নাভিন উল হক ও কামরুল ইসলাম রাব্বি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]