মোহাম্মদ আমির, পাকিস্তানি স্পিড স্টার। আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন জাতীয় দলে। এবার বিপিএলের ঢাকার হয়ে মাঠ মাতাতে ঢাকা এসেছেন তিনি।
আজ (১৮ নভেম্বর, শনিবার) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছেন মোহাম্মদ আমির। ঢাকা ডায়নামাইটস সূত্রে এ তথ্য জানা গেছে। মোহাম্মদ আমিরও এক টুইট বার্তায় বাংলাদেশে আসার খবর নিশ্চিত করেছেন।
বিপিএলের তৃতীয় আসরে খেলেছেন চিটাগং ভাইকিংসের হয়ে। তবে এবার দল পাল্টেছেন আমির। ঢাকা ডায়নামাইটসে নাম লিখেছেন।
এদিকে তারকা নির্ভর দল ঢাকা ডায়নামাইটস চলমান বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। আজও (শনিবার) রাজশাহীকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে সাকিব-আফ্রিদি-পোলার্ডরা। এর মাঝে দুর্দান্ত ফর্মে থাকা আমির বারতী শক্তি জোগাবে তার আর বলার অপেক্ষা রাখে না।
জানা গেছে, ঢাকার পরের ম্যাচেই মাঠে নামবেন পাকিস্তানের বাম-হাতি এই পেসার।