এবারও ইমরুলের কাঁধেই কুমিল্লার দায়িত্ব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৯ জানুয়ারি ২০২২
এবারও ইমরুলের কাঁধেই কুমিল্লার দায়িত্ব

আন্তর্জাতিক ক্রিকেটে কখনো অধিনায়কত্ব না করা হলেও ঘরোয়া ক্রিকেটে দল সামলানোর বেশ ভালো অভিজ্ঞতা আছে ইমরুল কায়েসের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে তার নেতৃত্বেই দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পায় কুমিল্লা।

এবারও তাই পরীক্ষিত অধিনায়কের হাতেই দলের দায়িত্বভার তুলে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের এবারের আসরে দলটির নেতৃত্বে থাকছেন ইমরুল কায়েস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমরুলের অধিনায়ক হওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছে ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ।

২০১৯ সালের বিপিএলে ইমরুলের নেতৃত্বে খেলেছিলেন তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটার। অবশ্য আসরের শুরু থেকেই অধিনায়কের ব্যাটনটা ইমরুলের হাতে দেয়নি তারা। নিয়মিত অধিনায়ক অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ ইনজুরিতে পড়ায় তার জায়গায় দলের নেতৃত্বভার গ্রহণ করেন ইমরুল।

এবারের আসরেও তারকায় ঠাসা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আছেন অভিজ্ঞ সব বিদেশী ক্রিকেটার। ফাফ দু প্লেসিসের মতো আন্তর্জাতিক অঙ্গনের পরীক্ষিত দলনেতা থাকতেও কেন ইমরুলের কাঁধে এই দায়িত্ব?

এখানে পেশাদারিত্বের পরিচয় দিয়েছে কুমিল্লা। বিপিএল শুরুর আগে দেয়া কথা রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। বিপিএল শুরুর আগে দেশী কাউকে অধিনায়ক করার ঘোষনা দিয়ে রেখেছিল ভিক্টোরিয়ান্সরা।

এবারের আসরে কুমিল্লার প্রথম ম্যাচ ২২ জানুয়ারি (শনিবার)। প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় মুখোমুখি হবে দুই দল।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বোলিং কোচ হতে আগ্রহী টেইট

বাংলাদেশের বোলিং কোচ হতে আগ্রহী টেইট

এখনও বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করি : স্টিভ রোডস

এখনও বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করি : স্টিভ রোডস

সিনিয়র ক্রিকেটার না থাকায় ‘কমিউনিকেশন গ্যাপ’ শঙ্কায় কুমিল্লা

সিনিয়র ক্রিকেটার না থাকায় ‘কমিউনিকেশন গ্যাপ’ শঙ্কায় কুমিল্লা

বিপিএলে ডিআরএস এবং দর্শক নিয়ে দোটানায় বিসিবি

বিপিএলে ডিআরএস এবং দর্শক নিয়ে দোটানায় বিসিবি