রাজশাহীকে ৬৮ রানে হারালো ঢাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৭ এএম, ১৯ নভেম্বর ২০১৭
রাজশাহীকে ৬৮ রানে হারালো ঢাকা

ড্যারেন স্যামির রাজশাহীকে ৬৮ রানের বিশাল ব্যবধানে হারালো সাকিবের ঢাকা ডায়নামাইটস। এ জয়ে শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটসের অবস্থান আরও শক্ত হলো।

শনিবার (১৮ নভেম্বর) দিনের প্রথম খেলায় টসে হেরে প্রথমে ফিল্ডিং করে রাজশাহী কিংস। ফলে প্রথমে ব্যাট করে ২০ ওভার খেলে ২০২ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় ঢাকা।

বিপিএলের গত আসরের ফাইনালে হারের প্রতিশোধ নেয়ার সুযোগ ছিল রাজশাহী কিংসের সামনে, তবে পারলো না সাকিবের নেতৃত্বে শহিদ আফ্রিদি, কাইরণ পোলার্ড, এভিন লুইস, কুমার সাঙ্গাকারা, সুনিল নারিনের মত বিশ্বখ্যাত তারকারা বহুল সঙ্গে যে পেরে ওঠাও কষ্টকর।

২০২ রানের বিশাল লক্ষ্য বেধে দিয়ে রাজশাহী কিংসকে ১৩৩ রানেই অলআউট করে দিয়েছে ঢাকা। রাজশাহীকে একাই হারিয়ে দিয়েছেন আফ্রিদি। ৪ ওভারে ২৬ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট।

আফিদির সঙ্গে বিধ্বংসী রূপ ধারণ করেছিলেন আবু হায়দার রনি এবং সাকিব আল হাসানও। তবে আগের দিন সিলেট সিক্সার্সের বিপক্ষে অসাধারণ ব্যাটিং করা জাকির হাসানই কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছিলেন ঢাকার সামনে। ২৩ বলে সর্বোচ্চ ৩৬ রান করেছিলেন জাকির হাসান।

রাজশাহীর হয়ে জাকির হাসান ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন ড্যারেন স্যামি। মুমিনুলের ১৬ আর মিরাজের ১০ ছাড়া রাজশাহীর কোন ব্যাটসম্যানই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেনি।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

মার্চে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

মার্চে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

স্টেডিয়ামে ১০ ভারতীয়সহ ৭৭ জুয়ারি আটক

স্টেডিয়ামে ১০ ভারতীয়সহ ৭৭ জুয়ারি আটক

চিটাগংকে ৫ উইকেটে হারালো খুলনা

চিটাগংকে ৫ উইকেটে হারালো খুলনা

সিলেটের বিপক্ষে জয় পেল রাজশাহী

সিলেটের বিপক্ষে জয় পেল রাজশাহী