চলতি মাসের ২১ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। দেশসেরা এ টুর্নামেন্টে অংশ নেওয়া ছয়টি ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে নিজেদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে। সবকিছু ঠিক থাকলে টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে মাঠের অনুশীলন শুরু করবে দলগুলো। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমিতে সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে এ অনুশীলন।
করোনার কারণে গত বছর মাঠে গড়ায়নি বিপিএল। তার পরিবর্তে অনুষ্ঠিত হয়েছিল বঙ্গবন্ধু কাপ। তবে এক বছর পর আবারও শুরু হচ্ছে দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর বিপিএল।
ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও সিলেট ও চট্টগ্রামের মাঠেও অনুষ্ঠিত হবে বিপিএল আষ্টম আসরের ম্যাচ। ২১ জানুয়ারি (শুক্রবার) বিপিএলের উদ্বোধনী ম্যাচের আগে মিরপুরের একাডেমি মাঠে দলগুলো আনুষ্ঠারিক অনুশীলন শুরু হবে শনিবার (১৫ জানুয়ারি) থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
শনিবার থেকে শুরু হওয়ায় বিপিএলের মূল আসর মাঠে গড়ানোর আগে ছয়দিন অনুশীলন করার সুযোগ পাচ্ছে দলগুলো। তবে করোনার কারণে অন্য কোনো মাঠ ব্যবহার না করায় সবগুলো দল প্রস্তুতি সারতে মিরপুর একাডেমিকেই ব্যবহার করবে।
শনিবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া আনুষ্ঠানিক অনুশীলনে প্রত্যেক দল দিনে ২ ঘণ্টা করে একাডেমি মাঠ ব্যবহার করতে পারবে। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া অনুশীলনে দুই দলের মাঠে নামার মাঝে ১৫ মিনিট করে বিরতি সময় থাকবে।
এছাড়া ঢাকার প্রথম পর্বে ম্যাচের দিন সকালে যে দুই দলের খেলা থাকবে না তারা একাডেমি মাঠে অনুশীলন সারবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চলবে তাদের অনুশীলন। আর দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, তবে শুক্রবার দিনের প্রথম ম্যাচ মাঠে গড়াবে দুপুর ২টা। এছাড়া দিনের দ্বিতীয় খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]