বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আর খুব বেশিদিন বাকি নেই। এর মধ্য নিজেদের পছন্দ মতো স্কোয়াড সাজিয়ে নিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। দেশি এবং বিদেশি ক্রিকেটার মিলিয়ে ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছে প্রতিটা দলই। প্লেয়ার্স ড্রাফট শেষ হয়ে গেলেও থেমে নেই ক্রিকেটার নেয়া।
তারই ধারায় এবার দুই বিদেশিকে দলে ভিড়িয়েছে বিপিএলের দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দেশিদের মধ্যে একজনকে দলে টেনেছে আরেক দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নাম লেখানো নতুন দুই ক্রিকেটার হলেন দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট এবং আফগানিস্তানের করিম জানাত। নতুন দুই ক্রিকেটারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ।
বিবৃতিতে তারা জানায়, ‘বিপিএল এর অষ্টম আসর সামনে রেখে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আরও দুই খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেছে। বিপিএল এর অষ্টম আসরের প্লেয়ার ড্রাফটের বিদেশি খেলোয়াড় তালিকা থেকে “দক্ষিণ আফ্রিকার ক্যামেরুন ডেলপোর্ট ও আফগানিস্তানের করিম জানাতকে” দলে নিয়েছে দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।’
ওইদিকে চট্টগ্রাম দলে নিয়েছে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়রকে। প্লেয়ার্স ড্রাফটে নাম থাকলেও অবিক্রিত ছিলেন এনামুল। সেখান থেকেই তাকে দলে নিয়েছে চট্টগ্রাম।
এই ব্যাপারে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এনামুলকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে চ্যালেঞ্জার্সরা। সেখানে তারা লিখে, ‘বোলার এনামুল হক জুনিয়র এখন একজন চ্যালেঞ্জার্স। স্বাগতম।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]