সিলেটের পেসার আকসার আহমেদ, বাকশক্তি ও শ্রবণশক্তি না থাকলেও আছে বল হাতে ঝড় তোলার শক্তি। উইকেটে ১৩৮ কিলোমিটার বেগে বাউন্স ছাড়াও ইনসুইং এবং আউট সুইংয়ে শক্ত পরীক্ষা নিতে পারেন ব্যাটারদের। ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার এ পেসারকে আরও শানিত করতে দায়িত্ব নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বাংলাদেশ প্রতিবন্ধী দলের বিশ্বস্ত অস্ত্র আকসারের স্বপ্ন লাল-সবুজের জার্সিতে বাজিমাত করার। সে স্বপ্ন পূরণের সারথি হয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আকসার আহমেদের নির্বিঘ্নে অনুশীলন চালিয়ে যাওয়ার পেছনে পৃষ্ঠপোষকতা করবে দলটি। শুধু তাই নয়, বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে নেট বোলার হিসেবেও তাকে দেখা যাবে।
বুধবার (২৯ ডিসেম্বর) আকতার গ্রুপের মালিকানাধীন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কার্যালয়ে ফ্র্যাঞ্চাইজিটির শীর্ষকর্তাদের সঙ্গে দেখা করেছেন আকসার আহমেদ ও তার কোচ। এ সময় এ পেসারের আগামী এক বছরের ক্রিকেট ও ক্রিকেট সংশ্লিষ্ট সবধরনের খরচ বহনের ঘোষণা দেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক রিফাতুজ্জামান।
তিনি বলেন, আকসার আহমেদ এক বিস্ময় প্রতিভা। অমিত সম্ভাবনার এসব প্রতিভা অনেক সময়ই অযত্ন-অবহেলায় হারিয়ে যায়। সবচেয়ে বড় বাঁধা হয় পৃষ্ঠপোষকতা। আমরা এমন সম্ভাবনা হারিয়ে যেতে দিতে পারি না। আমাদের দায়বদ্ধতার জায়গা থেকেই আকসারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি।
সিলেটের গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের মোল্লারচকে জন্ম ও বেড়ে ওঠা আকসার আহমেদের। মাত্র ২ বছর বয়সে বাবাকে হারান তিনি। বরাবরই ক্রিকেটের প্রতি দারুণ ঝোঁক থাকা স্বপ্নবাজ ছেলেকে ক্রিকেটার বানাতে নিজের সর্বস্ব উজাড় করছেন মা দিলারা বেগম। পরিবারে এক বোন ও দুই ভাইয়ের মধ্যে আকসার সবার ছোট। দুই ভাই-ই বাকপ্রতিবন্ধী।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]