বিসিবির নিজস্ব দল ছাড়া লেগ স্পিনার আসবে না : তুষার ইমরান

পার্থ প্রতীম রায় পার্থ প্রতীম রায় প্রকাশিত: ০৯:১৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১
বিসিবির নিজস্ব দল ছাড়া লেগ স্পিনার আসবে না : তুষার ইমরান

নতুন বছরের জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। এ আসরকে সামনে রেখে ফ্রাঞ্চাইজিগুলো ইতিমধ্যেই তাদের দল সাজিয়ে রেখেছে। তবে প্লেয়ার ড্রাফটের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বিপিএলে লেগ স্পিনারদের দল না পাওয়া। প্রথম শ্রেণির ক্রিকেটের বাংলাদেশে সর্বোচ্চ রান সংগ্রাহক তুষার ইমরানের মতে, বিসিবির নিজস্ব দলগুলোতে লেগ স্পিনারদের খেলিয়ে প্রস্তুত করা উচিত। এটা না হলে তরুণ লেগ স্পিনারদের তুলে আনা সম্ভব নয় বলে মত তার।

বিপিএলের অষ্টম আসরের প্লেয়ার ড্রাফটের একদম শেষ মূহূর্তে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনকে দলে ভেড়ায় সিলেট সানরাইজার্স। জুবায়ের লিখন দল পেলেও জাতীয় দলের হয়ে সর্বশেষ পাকিস্তান সিরিজে খেলা আমিনুল ইসলাম বিপ্লব দল পাননি। এমনকি প্লেয়ার ড্রাফটে থাকা অন্য লেগ স্পিনারদের প্রতিও আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি।

বিপিএল কিংবা জাতীয় দলে খেলানোর আগে বিসিবির নিজস্ব দলগুলোতে খেলিয়ে লেগ স্পিনারদের তৈরির পক্ষে গুরুত্ব দিতে চান তুষার ইমরান। তিনি স্পোর্টসমেইল২৪.কম-কে বলেন, ‘বিসিবির নিজস্ব দল যেমন- ‘এ’ দল, এইচপি- এইগুলোতে লেগ স্পিনারদের সুযোগ দেওয়া উচিত। না হলে, লেগ স্পিনার উঠে আসার সুযোগ নেই।’

আন্তর্জাতিক ক্রিকেট এবং অন্যান্য ক্রিকেটে দেখা যায়, লেগ স্পিনাররা মাঝে মাঝেই হয়ে উঠেন বেশ খরুচে। এ কারণেই দলগুলো ঝুঁকি নিতে চায়না বলে মনে করেন তুষার।

তিনি বলেন, ‘লেগ স্পিনাররা অনেক বেশি খরুচে হয়। ফ্রাঞ্চাইজিগুলো শিরোপা জয়ের জন্য দল গড়ে। এ কারণেই একজন লেগ স্পিনার খেলিয়ে ঝুঁকি নিতে আগ্রহ দেখায় না।’

তিনি আরও জানান, প্রথম শ্রেণির ক্রিকেটে আরও লেগ স্পিনারদের আরও বেশি সুযোগ দিতে হবে। বিসিএলে বিসিবির দুই দলে দুইজন করে লেগ স্পিনার সুযোগ পেলে ভবিষ্যতে তারা দেশকে সাফল্য এনে দিতে পারবেন বলে মনে করেন তুষার।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এই বিষয়ে বলেন, ‘ওদেরকে বিসিবির নিজস্ব টুর্নামেন্টগুলোতে তৈরি করতে হবে। বিসিএলে বিসিবির দুইটা দল আছে, নর্থ আর সাউথ জোন। বিসিএলে দুই দলে একটা একটা করে দুইটা লেগ স্পিনার খেলাতে পারে। এখানে ভালো করলে লেগ স্পিনাররা ভালো করতে পারতো।’

লেগ স্পিনার নিয়ে বিসিবির ভাবনা পরিষ্কার বলে মনে করেন তুষার। তিনি বলেন, ‘বিসিবির সদিচ্ছা আছে লেগ স্পিনার আনতে তবে তারা সুযোগ পাচ্ছে না। আর লেগ স্পিনার তৈরি করা যায় না, লেগ স্পিন সহজাত প্রতিভা।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটে-বলে দুই দিনের প্রস্তুতি সাড়লো বাংলাদেশ

ব্যাটে-বলে দুই দিনের প্রস্তুতি সাড়লো বাংলাদেশ

বৃষ্টির দিনে তাসকিন-জায়েদের দুর্দান্ত বোলিং

বৃষ্টির দিনে তাসকিন-জায়েদের দুর্দান্ত বোলিং

ড্রেসিংরুমে স্বাস্থ্যকর পরিবেশ দেখতে চাই : জালাল ইউনুস

ড্রেসিংরুমে স্বাস্থ্যকর পরিবেশ দেখতে চাই : জালাল ইউনুস

বাংলাদেশ দলের নতুন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স

বাংলাদেশ দলের নতুন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স