বঙ্গবন্ধু বিপিএলের ৬ দল চূড়ান্ত, শুরু ২১ জানুয়ারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২২ ডিসেম্বর ২০২১
বঙ্গবন্ধু বিপিএলের ৬ দল চূড়ান্ত, শুরু ২১ জানুয়ারি

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বঙ্গবন্ধু বিপিএল) এর ছয় দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছয় দলের এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি মাঠে গড়াবে ২১ জানুয়ারি। তার আগে ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট।

বুধবার (২২ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। ২১ জানুয়ারি শুরু হওয়া এ টুর্নামেন্টের পর্দা নামবে ১৮ ফেব্রুয়ারি।

টুর্নামেন্টের ছয় দল হলো- বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা এবং সিলেট। ডাবল রাউন্ড পদ্ধতিতে ছয় দলের এ টুর্নামেন্টে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এবারের বিপিএলে ভেন্যু হিসেবে থাকছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট।

বঙ্গবন্ধু বিপিএল ২০২২ আসরের চ্যাম্পিয়ন দল পাবে এক কোটি টাকা। আর রানাসআপ দলের জন্য রয়েছে ৫০ লাখ টাকার প্রাইজমানি।

এবারের বিপিএলে থাকছে না কোন আইকন প্লেয়ার। দেশি ও বিদেশি ক্রিকেটারদের জন্য ড্রফটে ক্যাটগরিতে ভাগ করা হয়েছে। দেশীয় ক্রিকেটারদের ৬ এবং বিদেশি খেলোয়াড়দের ৫ ক্যাটাগরিতে মূল্য ধরা হয়েছে।

প্লেয়ার ড্রাফটে ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের নির্ধারিত মূল্য থেকে নিলাম শুরু হবে। নিলামের সর্বোচ্চ মূল্য হাঁকানো ফ্র্যাঞ্চাইজি সেই ক্রিকেটারকে দলে ভেড়াবে।

এবারের আসরে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি সর্বনিম্ন ৩ জন থেকে সর্বোচ্চ ৮ বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে। আর দেশি-বিদেশি মিলে সর্বোচ্চ ২২ জন ক্রিকেটার দলে নিতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। এছাড়া প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে সর্বনিম্ন ১৩ জন করে ক্রিকেটার নিয়ে দল সাজাতে হবে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আকরামের দায়িত্ব ছাড়ার প্রশ্নই আসে না : পাপন

আকরামের দায়িত্ব ছাড়ার প্রশ্নই আসে না : পাপন

বিপিএলের ছয় দল ‘চূড়ান্ত’, থাকছে না আইকন প্লেয়ার

বিপিএলের ছয় দল ‘চূড়ান্ত’, থাকছে না আইকন প্লেয়ার

প্রথম শতকেই তৌহিদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি

প্রথম শতকেই তৌহিদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি

‘দেশে লেগ স্পিনারের উইকেট নেই, ক্রিকেটারদের সাহসও নেই’ 

‘দেশে লেগ স্পিনারের উইকেট নেই, ক্রিকেটারদের সাহসও নেই’