বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২২ এর জন্য নতুন ৬টি ফ্র্যাঞ্চাইজি খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ জন্য আগ্রহীদের কাছ থেকে দরপত্র আহবান করেছে বোর্ড। সোমবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে বিসিবি এ তথ্য জানিয়েছে।
করোনাভাইরাসের কারণে গত এক মৌসুম মাঠে গড়ায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের আনর। যদিও তার পরিবর্তে ২০২০-২১ মৌসুমে দেশি ক্রিকেটারদের নিয়ে ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ’ নামে একটি টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি। এখন এক মৌসুম পর আবারও ফিরছে বিপিএল।
নতুন বছরের ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় এ আসরের জন্য আগ্রহী ব্যবসায়িক প্রতিষ্ঠান ও মালিকদের কাছ থেকে আবেদনপত্র চেয়েছে বিসিবি। আগ্রহীদের ৫ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার পর বিপিএল গভর্নিং কমিটি পরীক্ষা-নিরিক্ষা করে ফ্র্যাঞ্চাই নিশ্চিত করবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএলের এ অষ্টম আসরটি হবে বিশেষ সংস্করণের।
‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের’ আগে এক মৌসুমে ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে সাত স্পন্সর প্রতিষ্ঠান নিয়ে বিপিএলের আসর আয়োজন করেছিল বিসিবি। সেই আসরের রাজশাহী রয়্যালস চ্যাম্পিয়ন হয়েছিল। তবে এবার আর নিজেরা আয়োজন না করে মালিকানা বিক্রি করবে বিসিবি।
স্পন্সর প্রতিষ্ঠান নিয়ে নিজেরা সাত দল নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করলেও এবার ৬টি ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন চেয়েছে বোর্ড। নতুন ৬ ফ্র্যাঞ্চাইজি নিয়ে আবারও মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তবে নতুন করে ফ্র্যাঞ্চাইজি চাইলেও পুরোনোরাও আবেদন করতে পারবেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]