টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৬ এএম, ১৮ নভেম্বর ২০১৭
টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী

একদিন বিরতীর পর আবার মাঠে গড়ালো বিপিএলের পঞ্চম আসর। মিরপুর শেরে-বাংলা মাঠে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে  রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী কিংসের অধিনায়ক স্যামি।

নিজেদের প্রথম চার ম্যাচে মাত্র একটিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে রাজশাহী কিংস। ফলে আজ (শুক্রবার) সিলেট সিক্সার্সের বিপক্ষে জয়টা খুবই দরকার মুশফিকুর রহিম-ড্যারেন স্যামিদের দলের।

রাজশাহী পয়েন্ট তালিকায় সবার নিচে থাকলেও দারুণ নৈপুণ্য দেখিয়ে পরবর্তী রাউন্ডের দিকে অনেকখানি এগিয়ে গেছে সিলেট সিক্সার্স। ছয় ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। রাজশাহীর বিপক্ষে জয় পেলে তারা আরও কয়েকধাপ এগিয়ে যাবে।

সিলেট সিক্সার্স
নাসির হোসেন, সাব্বির রহমান, নুরুল ইসলাম সোহান, আবুল হাসান রাজু, তাইজুল ইসলাম, নাবিল সামাদ, আন্দ্রে ফ্লেচার, উপুল থারাঙ্গা, লিয়াম প্লাঙ্কেট, ধানুষ্কা গুনাথালিকা, টিম ব্রিসনান।

রাজশাহী কিংস
রাজশাহী কিংস একাদশঃ মুনিমুল হক, রনি তালুকদার, মুশফিকুর রহিম ,জেমস ফ্রাঙ্কলিন, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, মোহাম্মদ সামি, ক্যাসরিক উইলিয়ামস, ড্যারেন স্যামি, জাকির হাসান, সামিট প্যাটেল।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকা-চিটাগং ম্যাচও পরিত্যক্ত

ঢাকা-চিটাগং ম্যাচও পরিত্যক্ত

সাকিবদের বিধিনিষেধে সমস্যা দেখেন না মাশরাফি

সাকিবদের বিধিনিষেধে সমস্যা দেখেন না মাশরাফি

বৃষ্টিতে পয়েন্ট পেয়ে শীর্ষে সিলেট

বৃষ্টিতে পয়েন্ট পেয়ে শীর্ষে সিলেট

সারাদিনে ৭১ বল, দিশেহারা ভারত

সারাদিনে ৭১ বল, দিশেহারা ভারত