ঢাকা-চিটাগং ম্যাচও পরিত্যক্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৬ এএম, ১৬ নভেম্বর ২০১৭
ঢাকা-চিটাগং ম্যাচও পরিত্যক্ত

অগ্রাহায়ণে প্রথম দিনেই বৃষ্টির বাগড়া। খুলনা ও সিলেট পর এবার বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো ঢাকা ও ভাইকিংসের ম্যাচটিও।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশেই সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে দিনের প্রথম ম্যাচ খুলনা টাইটান্স বনাম সিলেট সিক্সার্সের খেলা সম্ভব হয়নি। কারণ, বৃষ্টি।

ঠিক একই কারণে দিনের দ্বিতীয় ম্যাচ ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংসের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে বিপিএলের ১৬তম এ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। ফলে খুলনা ও সিলেটের মতো ঢাকা ও চিটাগং-কেও পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে।

ভাগ করা পয়েন্ট পেয়ে কিছুক্ষণের জন্য শীর্ষে ওঠা সিলেটকে টপকিয়ে আবার পয়েন্ট চূড়ায় ফিরলো ঢাকা। ৫ খেলায় ৩ জয় ও ১ হারে ৭ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে এখন ঢাকা। অন্যদিকে ৬ খেলায় ৭ পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকলো সিলেট সিক্সাার্স। ৫ খেলায় ১ জয় ও ৩ হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে চিটাগং।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বৃষ্টিতে পয়েন্ট পেয়ে শীর্ষে সিলেট

বৃষ্টিতে পয়েন্ট পেয়ে শীর্ষে সিলেট

কোচ নিয়ে ভাবার প্রয়োজন নেই : মাশরাফি

কোচ নিয়ে ভাবার প্রয়োজন নেই : মাশরাফি

দারুণ ছন্দে কুমিল্লা ভিক্টোরিয়ানস

দারুণ ছন্দে কুমিল্লা ভিক্টোরিয়ানস

খুলনার ম্যাচ ছিনিয়ে শীর্ষে ঢাকা

খুলনার ম্যাচ ছিনিয়ে শীর্ষে ঢাকা