২০২৩ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার প্রস্তুত করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ জাতীয় দলের ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চূড়ান্ত করার পরই এ ক্যালেন্ডার প্রস্তুত করবে বিসিবি। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি স্লট ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বুধবার (৩ মার্চ) এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘যেহেতু আমরা ২০২৩ সাল পর্যন্ত আমাদের এফটিপি নিয়ে আলোচনা করছি, আমরা এখনও ঘরোয়া ক্যালেন্ডারের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিনি। তবে এফটিপি চূড়ান্ত হলেই আমরা ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডারটি প্রস্তুত করবো।’
নিজাম উদ্দিন বলেন, ‘বিশেষভাবে আমরা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং অন্যান্য মূল টুর্নামেন্টের তারিখ নির্ধারণ করবো। এতে কিছু প্রক্রিয়া রয়েছে। কারণ লিগের সুপারিশটি সংশ্লিষ্ট কমিটির কাছ থেকে আসা উচিত। প্রাথমিকভাবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ঘরোয়া ক্রিকেট পুনরায় চালু করতে চাই।’
‘কোভিড-১৯ মহামারীর কারণে বড় ধরনের শূন্যস্থান তৈরি হয়েছে এবং আমরা লংগার ভার্সনের ক্রিকেট দিয়ে শূন্যস্থান পূরণ করতে চাই। এর পরে ডিপিএল শুরু করার পরিকল্পনা রয়েছে আমাদের।’
করোনার কারণে ২০২০ সালে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট বন্ধ হয়ে যায়। ক্রিকেটারদের টিকা দেওয়ার পর ঘরোয়া ক্রিকেট পুনরায় চালু করবে বিসিবি। বিসিবির শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তার মতে, ‘এ মুহূর্তে আমাদের উদীয়মান দল একটি সিরিজ খেলছে। আমাদের এ সিরিজের পর ঘরোয়া ক্রিকেট পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে।’
বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, বিপিএলের একটি স্লট ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে এবং গভর্নিং কাউন্সিলের সাথে কথা বলার পর তারিখ ঘোষণা করবেন তারা। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে বিপিএলের জন্য একটি তারিখ নির্ধারণ করেছি। বিপিএল পরিচালনা পরিষদ অনুমতি দিলে আমরা তারিখটি ঘোষণা করবো।’
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]