বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় জয়ের স্বাদ পেল খুলনা টাইটান্স। টুর্নামেন্টের একাদশ ও নিজেদের তৃতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসকে ১৮ রানে হারিয়ে এ জয় তুলে নেয় মাহমুদুল্লাহ বাহিনী।
ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ত্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে খুলনা। ২৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে তারা। এরপর মিডল-অর্ডারে পাঁচ ব্যাটসম্যানের ব্যাটে চড়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৭০ রানের লড়াকু স্কোর পায় খুলনা।
শুরুর ধাক্কাটা সামাল দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার রিলি রোসৌ ও খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেট জুটিতে ৩৯ রান যোগ করেন তারা। এতে সাহস বেড়ে যায় পরের দিকের ব্যাটসম্যানদের। তাই ছয় ও সাত নম্বরে নামা আরিফুল হক এবং কালোর্স মারমুখী মেজাজে ২১ বলে ৫৫ রান এনে দেন দলকে। আরিফুল ১টি চার ও ৪টি ছক্কায় ২৫ বলে ৪০, ব্য্রাথওয়েট ২টি চার ও ৩টি ছক্কায় ১৪ বলে ৩০ রান করেন।
এ ছাড়া রোসৌ ২৬ বলে ২৫, মাহমুুদুল্লাহ ৩৩ বলে ৪০ ও আর্চার ৪ বলে ১১ রান করেন। চিটাগংয়ের তাসকিন আহমেদ ৪৩ রানে ৩ উইকেট নেন।
১৭১ রানের লক্ষ্যে ছুটতে গিয়ে শুরুতেই বেকায়দায় পড়ে যায় চিটাগং। প্রথম ওভারে ২ উইকেট হারিয়ে বসে তারা। খুলনার পেসার আবু জায়েদ প্রথম ওভারের তৃতীয় ও চতুর্র্থ বলে বিদায় নেন চিটাগংয়ের নিউজিল্যান্ডের খেলোয়াড় লুক রঞ্চি ও সৌম্য সরকারকে। রঞ্চি ২ রানে ফিরলেও, শূন্য হাতে ফিরতে হয় সৌম্যকে।
এরপর ইনিংস মেরামতের চেষ্টা করেছেন এনামুল হক ও দিলশান মুনাবীরা। কিন্তু ভালো কিছু করতে পারেননি তারা। ৩৮ রানের মধ্যে বিদায় নেন তারা। আনামুল ১৮ ও মুনাবেরা ১০ রান করে ফিরেন। এতে চাপ বেড়ে যায় চিটাগংয়ের।
চাপে পড়ে যাওয়া চিটাগংকে খেলায় ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে আস্কিং রেট বাড়িয়ে ফেলেন অধিনায়ক পাকিস্তানের মিসবাহ উল হক ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। কারণ পঞ্চম উইকেটে ৫১ বলে ৫৯ রান যোগ করেন তারা। ১০ রানের ব্যবধানে দু’জনই বিদায় নিলে ম্যাচ হার নিশ্চিত হয়ে যায় চিটাগংয়ের। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫২ রান করতে পারে তারা। মিসবাহ ৩৭ বলে ৩০, রাজা ২৭ বলে ৩৭, লুইস রিসি ২২ রান করেন। ৪টি উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার পান খুলনার আবু জায়েদ।
উল্লেখ্য, তৃতীয় খেলায় খুলনার এটি দ্বিতীয় জয় হলেও সমানসংখ্যক ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পেল চিটাগং।
সংক্ষিপ্ত স্কোর :
খুলনা টাইটান্স : ১৭০/৭, ২০ ওভার (আরিফুল ৪০*, মাহমুদুল্লাহ ৪০, তাসকিন ৩/৪৩)।
চিটাগং ভাইকিংস : ১৫২/৭, ২০ ওভার (রাজা ৩৭, মিসবাহ ৩০, আবু জায়েদ ৪/৩৫)।
ফল : খুলনা টাইটান্স ১৮ রানে জয়ী।
ম্যাচ সেরা : আবু জায়েদ (খুলনা টাইটান্স)।