দেশে প্রাণঘাতি করোনাভাইরাস পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলে প্রতিযোগিতামূলক ঘরোয়া ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনের তিন দলে ভাগ হয়ে ‘প্রেসিডেন্ট কাপ’ খেলছেন টাইগার ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেট ফিরলেও বর্তমান পরিস্থিতিতে চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করা সম্ভব হচ্ছে না।
রোববার (১১ অক্টোবর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিপিএল এ বছর আর হচ্ছে না।
নাজমুল হাসান পাপন বলেন, ‘বিপিএল তো আর এ বছর (২০২০ সাল) হচ্ছে না। সামনের বছরেরটা দেখা যাবে। পরিস্থিতির উপর নির্ভর করবে। তবে কোন খেলায় আমরা বাদ দিতে চাচ্ছি না। সবগুলো ম্যাচই আমরা ফেরাতে চাচ্ছি। কিন্তু ডেফেনেটলি পরিস্থিতির উপরে।’
কারণ হিসেবে তিনি বলেন, ‘যখন বিপিএল বলছি তখন ফরেন প্লেয়ার মাস্ট খেলবে এবং প্রোডাকশন। তবে এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের (বিসিবি) কোন আপত্তি নাই। বাট ওটা (বিপিএল) তো আরেকটু বড়। ওখানে নাম্বার অব প্লেয়ারস, টিম ম্যানেজমেন্ট.. সবকিছুই বেশি। ওগুলো হ্যান্ডেল করতে পারবো কি-না, জানি না।’
বিপিএলের বর্তমানে চুক্তিবদ্ধ কোন ফ্র্যাঞ্চাইজি নেই। তবে এটা কোন জটিল বিষয় নয় উল্লেখ করেন বিসিবি সভাপতি।করোনা পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে পাপন বলেন, ‘সবকিছু পরিস্থিতির (করোনাভাইরাস) উপর নির্ভর করে। পরিস্থিতি স্বাভাবিক বা ভালো হবে এগুলো কোন বিষয় না। প্রয়োজনের বিসিবি চালিয়ে দেবে। বিসিবির কাছে খেলাটা মোর গুরুত্বপূর্ণ।’
করোনা পরিস্থিতিতে আরব-আমিরাতে আইপিএল অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে বিপিএলে এমন কোন সম্ভাবনা রয়েছে কি-না -এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পাপন জানান, ‘এটা (বিদেশে বিপিএল) সহজ না। বাংলাদেশেই বিপিএল চালাতেই দুই-একটা ছাড়া বাকি ফ্র্যাঞ্চাইজিদের বেশ কষ্ট হয়। সে জায়গায় বর্তমান পরিস্থিতিতে বায়ো-সুরক্ষা তৈরি করে কারো পক্ষে সম্ভব না।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]