আইপিএলে চলমান আসরের ষষ্ঠ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ৯৭ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শুধু এ হারেই শেষ হয়, স্লো ওভার রেটে কারণ বড় অংকে জরিমানাও করা হয়েছে কোহলিকে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে লোকেশ রাহুলের কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ৯৭ রানে আত্মসমর্পণ করেছে কোহলির ব্যাঙ্গালোর। পঞ্জাব অধিনায়কের ক্যাচ দু’বার ফেলে সমালোচিতও হয়েছে স্বয়ং কোহলি।
পঞ্জাবের বিরুদ্ধে কোনও কিছুই ঠিকঠাক করতে পারেনি ব্যাঙ্গালোর। টস জিতে প্রথমে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠান কোহলি। লোকেশ রাহুল শেষ পর্যন্ত টিকে থেকে পাঞ্জাবকে পৌঁছে দেন ২০৬ রানে। ৬৯ বলে অপরাজিত ১৩২ রানের ইনিংস খেলেন রাহুল।
পাঞ্জাবের ছুড়ে দেওয়া ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিপর্যয়ে পড়ে ব্যাঙ্গালোর। মাত্র ১ রান করেন অধিনায়ক কোহলি। ফিঞ্চ-ডিভিলিয়ার্সরাও বড় রান করতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ব্যাঙ্গালোরের ইনিংস থেমে যায় ১০৯ রানে। ম্যাচ হারে ৯৭ রানে।
বিশাল ব্যবধানে ম্যাচ হারার পর এখন জরিমানাও গুণতে হচ্ছে কোহালিকে। স্লো ওভার রেটের কারণে কোহলিকে ১২ লাখ রুপি (বাংলাদেশি টাকায় ১৩ লাখ ৮০ হাজার) জরিমানা করা হয়েছে।
এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ণ জানিয়েছে, চলতি মৌসুমে প্রথমবারের মতো স্লো ওভার রেটের ঘটনা ঘটায় কোহালিকে এ জরিমানা করা হয়েছে। দ্বিতীয়বার হলে জরিমানা পরিমাণ আরও বাড়তে পারে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]