ঢাকা পর্বে দুপুরে মুখোমুখি রংপুর-রাজশাহী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১১ পিএম, ১১ নভেম্বর ২০১৭
ঢাকা পর্বে দুপুরে মুখোমুখি রংপুর-রাজশাহী

সিলেট পর্ব শেষ, শুরু হচ্ছে ঢাকা পর্ব। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ শনিবার দুপুর ১টায় মুখোমুখি হবে গত আসরের রানার-আপ রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স। সিলেট পর্বে ২টি ম্যাচ খেললেও কোন জয়ের স্বাদ পায়নি রাজশাহী। অন্যদিকে ২ ম্যাচ খেলে ১টিতে জয় রয়েছে রংপুরের।

গত ৪ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে শুরু হয় বিপিএলের পঞ্চম আসর। সিলেটে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ছয় ফ্র্যাঞ্চাজির মধ্যে সিলেটে সবচেয়ে ম্যাচ খেলে স্বাগতিকরা। অন্যান্য সকল দল ২টি করে ম্যাচ খেলার সুযোগ পায়।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজশাহী ও রংপুর। ঢাকা পর্বের প্রথম ম্যাচে এবার লড়বে তারা। প্রথম দেখায় রাজশাহীকে ৬ উইকেটে হারিয়েছিল রংপুর। প্রথমে ব্যাট করা রাজশাহীর ১৫৪ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে স্পর্শ করে ফেলে রংপুর।

নিজেদের দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ নেয় রংপুর। চিটাগং ভাইকিংসের কাছে ১১ রানে হারে তারা। চিটাগং-এর ৪ উইকেটে ১৬৬ রানের জবাবে ৮ উইকেটে ১৫৫ রান করতে সমর্থ হয় রংপুর। হার দিয়ে সিলেট পর্ব শেষ করলো, ঢাকায় আবারও জয়ের ধারায় ফেরাই প্রধান লক্ষ্য মাশরাফির রংপুরের।

সিলেটে ব্যর্থ হলেও, ঢাকায় ঘুড়ে দাঁড়ানোর প্রত্যাশা রাজশাহীর। সিলেটে রংপুরের কাছে ৬ উইকেটে এবং সিলেটের কাছে ৩৩ রানে হেরেছিল তারা। তাই শূন্য হাতে ঢাকা পর্ব শুরু করতে হচ্ছে রাজশাহীকে। ঢাকায় রাজশাহীর সর্বমোট ৫টি ম্যাচ। তারা চাইবে এখান থেকে শতভাগ জয় তুলে নিতে। যাতে সিলেট পর্বের হতাশা ভুলতে পারে।

ঢাকা পর্বে ভালো খেলতে হবে ব্যাটসম্যান-বোলারদের পাশাপাশি ফিল্ডিং-এ ভালো করতে হবে রাজশাহীকে। কারণ রংপুরের কাছে প্রথম ম্যাচে ফিল্ডারদের ভুলের কারণেই ম্যাচ হারতে হয়েছে ড্যারেন সামির দলকে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১৭ বছর

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১৭ বছর

সতর্ক করা হলো মাশরাফি-শুভাশিসকে

সতর্ক করা হলো মাশরাফি-শুভাশিসকে

ভারতে জয়ের স্বাদ চান চান্ডিমাল

ভারতে জয়ের স্বাদ চান চান্ডিমাল

বিপিএলে বিদেশি ব্যাটসম্যানদের দাপট

বিপিএলে বিদেশি ব্যাটসম্যানদের দাপট