সিলেটের সেই ঘটনায় মাশরাফি ও শুভাশিস রায়কে সতর্ক করা হলো। ম্যাচ চলাকালীন সময়ে মাঠে অশোভন আচরণ করায় তাদের সতর্ক করা হয়েছে।
চলমান বিপিএলে এখন পর্যন্ত সব থেকে আলোচিত ঘটনা রংপুর রাইডার্সের দলপতি মাশরাফির সঙ্গে চিটাগং ভাইকিংসের পেসার শুভাশিষ রায়ের ‘ঝামেলা’। হঠাৎ দন্দ্বে জড়িয়ে পড়লে অন্য খেলোয়াড়রা মাঠেই তাদের শান্ত করেন। খেলা শেষে এক ভিডিও বার্তায় মাশরাফি তার ভক্তদেরও শান্ত থাকার অনুরোধ করেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত বুধবার চিটাগং ভাইকিংস ও সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। যা নিয়ে সাড়া দেশ বেশ উত্তাল ছড়িয়ে পড়ে। মাশরাফিও নিজের ভুল বুঝতে পারেন এভং শুভাশিষও ‘সরি’ বলেন মাশরাফিকে।
এদিকে, ম্যাচ চলাকালীন সময়ে মাঠে অশোভন আচরণ করায় মাশরাফি ও শুভাশিস রায়কে সতর্ক করা হয়েছে। শুক্রবার ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাশরাফি ও শুভাশিস রায় নিজেদের ভুল স্বীকার করেছেন। ম্যাচ শেষে দুই খেলোয়াড়কে ডেকে সতর্ক করা হয়েছে। যাকে বলা হয় ‘সফট ওয়ার্নিং’। ভুল স্বীকার করে নেওয়ায় তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়া হচ্ছে না।