ডিএফএ’র ঈদ উপহার পেলেন শেরপুরের ৩৫ ফুটবলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২২ মে ২০২০
ডিএফএ’র ঈদ উপহার পেলেন শেরপুরের ৩৫ ফুটবলার

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষের চলাচল সীমিত করায় বিপদে পড়েছেন শ্রমজীবী কর্মহীন মানুষ। এসব কর্মহীন মানুষের পাশে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে খাবার সামগ্রীসহ আর্থিক অনুদান বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় শেরপুরে কর্মহীন ফুটবল খেলোয়াড়দের ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান দিয়েছে জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ)।

ফুটবল খেলে যারা উপার্জন করে থাকেন জেলার এমন ৩৫ জন ফুটবলারের মাঝে এক হাজার টাকা করে এ ঈদ উপহার প্রদান করা হয়। শুক্রবার (২২ মে) দুপুরে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম ও ডিএফএ সভাপতি মানিক দত্ত ফুটবলারদের হাতে উপহারের অর্থ তুলে দেন।

এ সময় ডিএফএ সাধারণ সম্পাদক হাকিম বাবুল, সহ-সভাপতি সৈয়দ রবিউল করিম মনি, কোষাধ্যক্ষ জিন্নত আলী, কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন বাবুল, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সম্পাদক মেরাজ উদ্দিন এবং ডিএফএ ও ডিএসএ’র অন্যান্য কর্মকর্তা, খেলোয়াড়, সংগঠকরা উপস্থিত ছিলেন।
sportsmail24
ডিএফএ সভাপতি মানিক দত্ত বলেন, স্থানীয়ভাবে সংগৃহিত ৩৫ হাজার টাকা ৩৫ জন ফুটবলারের মাঝে বিতরণ করা হয়।

তিনি জানান, করোনাকালে এর আগে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ৭ নারী খেলোয়াড়সহ ৩০ জন দুস্থ ফুটবলারকে ১ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেছেন। এছাড়া বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের (বিডিডিএফএ) পক্ষ থেকে প্রাপ্ত অনুদান ৩ কোচ ও ৬ ফুটবলারের মাঝে বিতরণ করা হয়েছে।

শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার সাইফুল ইসলাম শাহীন বলেন, শেরপুর ডিএফএ এই করোনায় কর্মহীন ফুটবল খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। যা খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।

হাকিম বাবুল, শেরপুর

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কিশোরী ফুটবলারকে ধর্ষণ, ‘বখাটে’ গ্রেপ্তার

কিশোরী ফুটবলারকে ধর্ষণ, ‘বখাটে’ গ্রেপ্তার

স্ত্রী-সন্তানের ঈদ কেনাকাটার টাকায় ৩০ দুস্থ ফুটবলারকে অনুদান

স্ত্রী-সন্তানের ঈদ কেনাকাটার টাকায় ৩০ দুস্থ ফুটবলারকে অনুদান

দুই শতাধিক ক্রীড়াবিদ ও সংগঠকের পাশে বরগুনা জেলা ক্রীড়া সংস্থা

দুই শতাধিক ক্রীড়াবিদ ও সংগঠকের পাশে বরগুনা জেলা ক্রীড়া সংস্থা

কোচ ও খেলোয়াড়দের সহায়তায় শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন

কোচ ও খেলোয়াড়দের সহায়তায় শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন