প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে সবকিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া বরগুনার দুই শতাধিক ক্রীড়াবিদ ও সংগঠকের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বরগুনা স্টেডিয়ামে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তাইন বিল্লাহ এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের প্রকোপে বরগুনা জেলার খেলোয়াড় এবং সংগঠকরা কর্মহীন হয়ে পড়েছেন। খেলা না থাকায় তাদের এ দুঃসময়ে পাশে দাঁড়াতেই বরগুনা জেলা ক্রীড়া সংস্থা এমন উদ্যোগ নিয়েছে।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, গুড়া দুধ এবং সেমাই ও সাবান।
বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, ক্রীড়াবিদ ও সংগঠকদের পাশে দাঁড়াতে আমরা সবসময় সচেষ্ট ছিলাম। এরই ধারাবাহিকতায় করোনার এই চরম ক্রান্তিলগ্নে আমাদের সাধ্য অনুযায়ী ক্রীড়াবিদ ও সংগঠকদের পাশে দাঁড়িয়েছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ক্রীড়াবিদ ও সংগঠকের উদ্দেশ্যে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আপনাদের চিন্তিত হওয়ার কোন কারণ নেই। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের পাশে রয়েছেন। এর ধারাবাহিকতায় বরগুনা জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা সর্বদা আপনাদের পাশে থাকবে।
মো. সাইফুল ইসলাম মিরাজ/বরগুনা