প্রাণঘাতি করােনা ভাইরাসের ক্রান্তিকালে জেলার অস্বচ্ছল কোচ ও ফুটবল খেলোয়াড়দের মাঝে নগদ অর্থ প্রদান করেছে শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। সোমবার (২৭ এপ্রিল) জেলা ক্রীড়া সংস্থার সভা কক্ষে এ সহায়তা প্রদান করা হয়।
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়শনের মহাসচিব এটিএম তরফদার রুহুল আমিন শেরপুর জেলার অস্বচ্ছল ফুটবল কোচ ও সাবেক ফুটবল খেলোয়াড়দের জন্য এ অর্থ বরাদ্দ করেন। শেরপুর জেলা ফুটবল অ্যাসােসিয়েশনের সভাপতি মানিক দত্ত কোচ ও খেলোয়াড়দের হাতে এ অর্থ তুলে দেন।
এ সময় বিডিডিএফ-এর মহাসচিব এটিএম তরফদার রুহুল আমিনকে ধন্যবাদ জানিয়ে সভায় মানিক দত্ত বলেন, পর্যায়ক্রমে সকল অস্বচ্ছল ফুটবল খেলোয়াড়দের সহযোগিতা করা হবে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে সাধ্যমত অর্থ সহযোগিতা করবো।
সভায় এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজিমুল হক নাজিম, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি ও শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য মো. শরিফুর রহমান, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, সহ-সভাপতি খোরশেদ আলম, কোষাদক্ষ্য মো. জিন্নত আলী, সদস্য বদরুল হক রেজভী, মাহাবুব রানা, সদস্য মোস্তফা কামাল মুস্তু প্রমুখ উপস্থিত ছিলেন।
হাকিম বাবুল/শেরপুর
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]