বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মাশরাফির নানা ডা. মাসুদ আহম্মেদ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজী বিভাগের সহকারী অধ্যাপক।
মাশরাফির নিজের নানা-নানী মারা গেছেন। করোনা টেস্টে পজিটিভ হওয়া ডা. মাসুদ আহম্মেদ মাশরাফির নানীর খালাতো ভাই। ছোট বেলায় তাদের কাছেই বেশি সময় কাটিয়েছেন মাশরাফি।
করোনাভাইরাস শনাক্ত হওয়া ডা. মাসুদ আহম্মেদ খুলনা জেলায় প্রথম করোনা শনাক্ত হওয়া চিকিৎসক। শনিবার (১৮ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬টি নমুনার পরীক্ষা করা হয়। যার মধ্যে একমাত্র করোনা শনাক্ত হওয়া রোগী মাসুদ আহমেদ।
এ বিষয়ে মাশরাফি সংবাদ মাধ্যমে বলেছেন, আমার নানা মাসুদ আহম্মেদ করোনায় আক্রান্ত হয়েছেন। এখন মোটামুটি ভালো অবস্থায় আছেন। তবে গায়ে জ্বর আছে।
খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ জানিয়েছেন, সহকারী অধ্যাপকের (মাসুদ আহম্মেদ) জ্বর, গলাব্যথা ও শরীরে ব্যথা থাকায় করোনাভাইরাসের পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে।
পরিবারের অন্যান্য সদস্যরা ঢাকায় থাকলেও মাসুদ আহমেদ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেস্ট হাউজে থাকেন। একই রেস্ট হাউজে মাসুদ আহম্মেদ ছাড়া আরও ১২ জন চিকিৎসক থাকেন। তাদের সবাইকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।