প্রাণঘাতি করোনাভাইরাসে কার্যত ‘লগডাউন’ ঢাকাসহ পুরো বাংলাদেশ। প্রাণঘাতি এ ভাইরাসে অসহায় হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, চিকিৎসা ক্ষেত্রে সমস্যায় পড়েছেন সাধারণ রোগীরা। দেশের এমন পরিস্থিতিতে চিকিৎসাসেবা নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন নড়াইল-২ আসনের সাংসদ ও টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
দেশের এমন ক্রান্তিকালে বিশেষজ্ঞ চিকিৎসকরা যেখানে প্রাইভেট চেম্বার বন্ধ করে দিয়েছেন সেখানে বাড়ি বাড়ি ডাক্তার নিয়ে গিয়ে চিকিৎসাসেবার ব্যবস্থা করেছেন মাশরাফি। নিজের প্রতিষ্ঠিত ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’র সহায়তায় মাশরাফি নিজ এলাকায় গড়ে তুলেছেন ভ্রাম্যমাণ মেডিকেল টিম।
মাশরাফির এ উদ্যোগে অ্যাম্বুলেন্স নিয়ে রোগীর বাড়িতে গিয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন চিকিৎসকরা। রোববার (৫ এপ্রিল) থেকে নড়াইল জেলায় এ কার্যক্রম শুরু হয়েছে। মাশরাফির এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ।
এ বিষয়ে মাশরাফি বলেন, বর্তমান সময়ে সাধারণ সর্দি-কাশি হলেও ভয়ে কেউ হাসপাতালে যাচ্ছেন না। অনেকে হয়তো অন্য অসুখ নিয়েও হাসপাতালে না গিয়ে কষ্ট পাচ্ছেন। সে জন্যই লোহাগড়া ও নড়াইলে এ ভ্রাম্যমাণ চিকিৎসার উদ্যোগ নিয়েছি।
মাশরাফির এ উদ্যোগে নড়াইলের স্থানীয় দুইজন চিকিৎসক সেবা দিচ্ছেন। তবে মাশরাফি চাচ্ছেন তার এ উদ্যোগে আরও চিকিৎসককে নিয়োজিত করতে।