সুনামগঞ্জে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে প্যারামাউন্ট ক্রিকেট ক্লাব। বৃহস্পতিবার সুনামগঞ্জ স্টেডিয়ামে প্যারামাউন্ট ক্রিকেট ক্লাব সুপার লিগের শেষ ম্যাচে ওয়েষ্টার্ণ ক্রিকেট ক্লাবকে ২০০ রানে পরাজিত করে। প্যারামাউন্ট ক্রিকেট ক্লাব ও ফ্যান্টম গ্রুপের পয়েন্ট সমান হওয়ায় নেট রানরেটে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয় প্যারামাউন্ট ক্রিকেট ক্লাব।
টসে জিতে প্যারামাউন্ট ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করে। দলের পক্ষে তোফায়েল ৫২, নাহিদ ৩৮, নিপু ২৯ রান করেন। ওয়েষ্টার্ণ ক্রিকেট ক্লাবের পক্ষে সাকির ১৪ রানে ৪টি, জনি ৪৩ রানে ২টি ও হিমু ৭৩ রানে ২টি উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের পেসার হীরা ও তোফায়েলের বোলিং তোপের মুখে ১১ ওভারে মাত্র ৪১ রানে গুটিয়ে যায় ওয়েষ্টার্ণ ক্রিকেট ক্লাব। ওয়েষ্টার্ণ ক্রিকেট ক্লাবের কোন ব্যাটসম্যান দুই অংকের কোটায় পৌঁছাতে পারেননি। হীরা ১৮ রানে ৮ টি ও তোফায়েল ১৪ রানে ২টি উইকেট লাভ করেন।
খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্বে ছিলেন আলী হোসেন ও জাহাঙ্গীর আলম। স্কোরারের দায়িত্বে ছিলেন জুবায়ের আহমদ।
গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ লিগে দুই গ্রুপে মোট ১২টি দল অংশগ্রহণ করে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ ৪টি দল নিয়ে সুপার লিগ অনুষ্ঠিত হয়।
এ আর জুয়েল/সুনামগঞ্জ