সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে আন্তঃইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এ পশ্চিম পাগলা ইউনিয়ন ক্রিকেট টিম দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে জয়কলস ইউনিয়ন ক্রিকেট টিমকে ৫৭ রানে পরাজিত করে পশ্চিম পাগলা ইউনিয়ন ক্রিকেট টিম।
ফাইনাল ম্যাচে ৪৪ বলে ৯৫ রান ও দুই উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পশ্চিম পাগলা ইউনিয়ন ক্রিকেট টিমের অলরাউন্ডার পায়ল আহমেদ।
এছাড়া টুর্নামেন্টের ৭ ম্যাচে ২৫৩ রান করে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার পায়েল আহমেদ এবং বল হাতে ১০ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা বোলার নির্বাচিত হয়েছে জয়কলস ইউনিয়ন ক্রিকেট টিমের সায়েফ আহমেদ।
এছাড়া ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পশ্চিম পাগলা ইউনিয়ন ক্রিকেট টিমের অলরাউন্ডার পায়েল আহমেদ।
ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পশ্চিম পাগলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আজাদ হোসেনের পরিচালনায় ও পশ্চিম পাগলা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আবুল কালাম, কেন্দ্ররী যুবদলের সহ-সভাপতি আনছার উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নারী ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তেরাব আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা বদরুল আলম টিপু , জয়কলস ইউনিয়ন ক্রিকেট টিমের অধিনায়ক শিপন বক্তব্য রাখেন।
এ আর জুয়েল/সুনামগঞ্জ