সাতক্ষীরায় মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হিসাব বিজ্ঞান বিভাগ। ফাইনাল খেলায় ইতিহাস বিভাগকে ৮৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় হিসাব বিজ্ঞান বিভাগ।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টস জিতে ইতিহাস বিভাগ প্রথমে হিসাব বিজ্ঞান বিভাগকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাটে নেমে হিসাব বিজ্ঞান বিভাগ নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাকিবুল ইসলাম সজল ৪১ বলে সর্বোচ্চ ১০৩ রান করেন।
জবাবে ইতিহাস বিভাগ ব্যাট করতে নেমে ১৪৮ রান সংগ্রহ করতেই অলআউট হয়ে যায়। ফলে ৮৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় হিসাব বিজ্ঞান বিভাগ। ম্যাচ সেরা ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন হিসাব বিজ্ঞান বিভাগের রাকিবুল ইসলাম সজল।
খেলা শেষে বিকেলে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেনের সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা