ডেভেলপমেন্ট কাপে শেরপুরে ৬ ক্ষুদে ফুটবলার

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১২ মার্চ ২০২০
ডেভেলপমেন্ট কাপে শেরপুরে ৬ ক্ষুদে ফুটবলার

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ‘ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট’ এর জন্য শেরপুরে অনুর্ধ্ব-১৫-এর ৬ ফুটবলারকে বাছাই করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে দিনব্যাপী এ বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

বাছাই করা ছয় ক্ষুদে ফুটবল খেলোয়াড়রা হলো- মো. হামিদুর রহমান, হাসিবুল হাসান শান্ত, আকাশ আহমেদ, লাম মিয়া, সুজন আহমেদ ও জায়েদ বিন মারুফ।

এছাড়া আরও চারজনকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। তারা হলো- শাকিল আহমেদ, রাহাত ইসলাম, রাহুল মিয়া ও নূরনবী।
sportsmail24
জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সাহা জানান, জেলার ৫ উপজেলা থেকে আগত অনুর্ধ্ব-১৫ বছর বয়সী ৩৮ জন ক্ষুদে ফুটবলারের মধ্য হতে ৬ জন ফুটবলারকে বাছাই করা হয়। বাছাইকৃত এসব খেলোয়াড়দের পরবর্তীতে ময়মনসিংহ বিভাগীয় দল গঠনের জন্য চূড়ান্ত বাছাইয়ে প্রেরণ করা হবে।

ফুটবল কোচ সাধন বসাকের নেতৃত্বে এ বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করেন কোচ মো. জিন্নত আলী, মো. মজিবুর রহমান ও সৈয়দ বদরুল হক রেজভী। বাছাইয়ের জন্য আয়োজিত ফুটবল ম্যাচ পরিচালনা করেন রেফারি গোলাম শাহরিয়ার রবিন।
sportsmail24
এর আগে সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএ এহছানুল মামুন প্রধান অতিথি হিসেবে এ ফুটবলার বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. খোরশেদ আলম, নকলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাদেকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

হাকিম বাবুল, শেরপুর।



শেয়ার করুন :


আরও পড়ুন

কক্সবাজারের সকল খেলার মাঠ পুনরুদ্ধার ও সংরক্ষণের উদ্যোগ

কক্সবাজারের সকল খেলার মাঠ পুনরুদ্ধার ও সংরক্ষণের উদ্যোগ

সাতক্ষীরায় বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট

সাতক্ষীরায় বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট

৮ দল নিয়ে সুনামগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট

৮ দল নিয়ে সুনামগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট

ভূরুঙ্গামারীতে ইউএনও ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ভূরুঙ্গামারীতে ইউএনও ব্যাডমিন্টন টুর্নামেন্ট