সাতক্ষীরায় বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১২ মার্চ ২০২০
সাতক্ষীরায় বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও জমকালো আয়োজনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৩তম ‘বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০’ শুরু হয়েছে। বুধবার (১১ মার্চ) মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুনসুর আহমেদ।

প্রধান অতিথি মন্ত্রী মোজাম্মেল হক বলেন, মুজিব শতবর্ষ হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। আর সেই বঙ্গবন্ধু না হলে বাংলাদেশর মতো স্বাধীন দেশের জন্ম হতো না। মুজিব আদর্শে সকলকে অনুপ্রাণিত হতে হবে।

এর আগে অতিথিরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও ব্যানার ফ্যাস্টুন বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
sportsmail24
উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, সাতক্ষীরা-০১ আসনের এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মো. রুবেল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আসাদুজ্জামান বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া অন্যান্যদের মাঝে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আফজান হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব কুমার বসু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আবুল খায়ের সরদার, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলীসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা



শেয়ার করুন :


আরও পড়ুন

ভূরুঙ্গামারীতে ইউএনও ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ভূরুঙ্গামারীতে ইউএনও ব্যাডমিন্টন টুর্নামেন্ট

৮ দল নিয়ে সুনামগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট

৮ দল নিয়ে সুনামগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট

মুজিবর্ষ উপলক্ষে সুনামগঞ্জে দশ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট

মুজিবর্ষ উপলক্ষে সুনামগঞ্জে দশ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট

শেরপুরে অনুষ্ঠিত হলো পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শেরপুরে অনুষ্ঠিত হলো পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা