মুজিববর্ষ উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শুরু হয়েছে ইউএনও ব্যাডমিন্টন কাপ টুর্নামেন্ট। উপজেলা প্রশাসনের আয়োজেনে মঙ্গলবার (১০ মার্চ) জেলার জেলা প্রশাসক সুলতানা পারভীন এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক জিলুফার সুলতানা, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, ভূরুঙ্গামারী ও নাগেশ্বরীর উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক। টুর্নামেন্টে ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর ও দিনাজপুর জেলা থেকে মোট ১২টি দল অংশ নিচ্ছে।
জিএম সিরাজ/কুড়িগ্রাম