শেরপুরে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে শেরপুর পুলিশ লাইন্স মাঠে ‘মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্ক্ষা লেখা থাকে’ স্লোগানে অনুষ্ঠিত হয় এবারের পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় দৌড়, বালিশ খেলা, অ্যালার্ম প্যারেড, দ্রুত হাঁটা, বেলুন ফোটানে, নারীদের পিলু পাসিং, শিশুদের বিস্কুট দৌড়, যেমন খুশি তেমন সাজোসহ ৩০টি ইভেন্টের নানা খেলাধুলায় অংশ নেন জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য এবং আমন্ত্রিত অতিথি ও শিশুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি র্যাব মহাপরিচালক ড. বেনজীর আহমেদ বেলুন ও পায়রা উড়িয়ে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ একাডেমির প্লেস শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত নালিতাবাড়ীর সোহাগপুর গণহত্যার ঘটনাকে উপজীব্য করে একটি নাটিকা প্রদর্শন করে। এরপর শুরু হয় বিভিন্ন ইভেন্টের খেলাধুলা।
খেলা শেষে প্রতিটি ইভেন্টের বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে প্রধান অতিথিসহ অতিথিরা পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি র্যাব মহাপরিচালক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) ও বিশেষ অতিথি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর-রশীদ বিপিএম।
এছাড়া অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভুঁইয়াসহ ময়মনসিংহের পুলিশ সুপার, র্যাব-১২ কমান্ডার, পুলিশ নারী কল্যাণ সংস্থার (পুনাক) কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
র্যাব মহাপরিচালক ড. বেনজীর আহমেদ বলেন, পুলিশ এখন নিজেদের কঠোর-কঠিন দায়িত্ব পালনের পাশপাশি খেলাধুলার বিভিন্ন ইভেন্টেও অংশগ্রহণ করছে। পুলিশের ফুটবল দল এখন প্রফেশনাল লিগে খেলছে। তিন পুলিশ সদস্য ফুটবলের জাতীয় দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে। কাবাডি, ভলিভলসহ বিভিন্ন খেলাতেও পুলিশ দলের সদস্যরা ভালো করছে।
বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে পুলিশ লাইন্সে ছিল উৎসবের আমেজ। সড়ক আল্পনা, নান্দনিক ফুলের বাগান, নানা ফেস্টুন, তোরণসহ বর্ণিল সজ্জায় সাজানো হয় শেরপুর পুলিশ লাইন্স। যা অনুষ্ঠানে আগত সকলকে মুগ্ধ করে।
হাকিম বাবুল, শেরপুর।