শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ, শেরপুর) চার বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে মানিক দত্ত ও সাধারণ সম্পাদক পদে হাকিম বাবুল পুনর্নির্বাচিত হয়েছেন।
সোমবার (২ মার্চ) স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে শেরপুর ডিএফএর জেনারেল কাউন্সিল (কংগ্রেস) শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় মানিক-হাকিম প্যানেলকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- দুই সহ-সভাপতি পদে সৈয়দ রবিউল করিম মনি ও মো. খোরশেদ আলম, সহ-সাধারণ সম্পাদক পদে এএসএম রুহুল হায়দার শামীম, কোষাধ্যক্ষ পদে মো. জিন্নত আলী।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন- মো. মোকছেদুর রহমান হিমু, মো. নাজিমুল হক, জাকির হোসেন বাবুল, মো. রাশেদুজ্জামান রিন্টু, মো. শরিফুর রহমান, মো. মজিবুর রহমান, কহিনুর বেগম বিদ্যুৎ, সৈয়দ বদরুল হক রেজভী, মাহবুব রানা, মো. মনির হোসেন, সাইফুল ইসলাম শাহীন ও মো. মস্তোফা কামাল মস্তু।
নির্বাচনের আগে অনুষ্ঠিত কংগ্রেসে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মানিক দত্ত। কাউন্সিলে প্রয়াত ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক এবং বিশিষ্টজনদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এতে সাধারণ সম্পাদক হাকিম বাবুল সভাপতির প্রতিবেদন পাঠ ও আর্থিক বিবরণী উপস্থাপন করলে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন হয়।
কংগ্রেসে অন্যন্যদের মাঝে মো. নাজিমুল হক নাজিম, মো. মোকছেদুর রহমান হিমু, মো. জিন্নত আলী, সৈয়দ রবিউল করিম মনি, এএসএম রুহুল হায়দার শামীম, জাকির হোসেন বাবুল, নাসরিন রহমান, ফারুক আহমেদ বকুল, সৈয়দ বদরুল হক রেজভী, মো. শরিফুর রহমান, সাইফুল আলম শাহীন, মো. আব্দুল হাই প্রমুখ বক্তব্য রাখেন। কাউন্সিলে ডিএফএর ৩২ জন কাউন্সিলর/ডেলিগেটের মধ্যে ৩১ জন উপস্থিত ছিলেন।
হাকিম বাবুল, শেরপুর।