বিসিবির আয়োজনে শেরপুরে বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেটে মাত্র ২৬ রানে অলআউট হয়ে গেছে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ অ্যাডুকেশন (প্লেস)। যা স্কুল ক্রিকেটে সর্বনিম্ন রানের রেকর্ড। এছাড়া প্রতিপক্ষ ভিক্টোরিয়া একাডেমির অলরাউন্ডার ঈমান আলী ১৩ রানে তুলে নিয়েছে ৭ উইকেট।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) শেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় সরকারি ভিক্টোরিয়া একাডেমির কাছে তারা পরাজিত হয়েছে ২২৮ রানে। ভিক্টোরিয়া একাডেমির অলরাউন্ডার ঈমান আলী ব্যাট হাতে মাত্র ৩৯ বলে হাফসেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি বল হাতে মাত্র ১৩ রানে ৭ উইকেট নিয়ে গড়েছে নতুন রেকর্ড।
ঈমান আলীর বিধ্বংসী বোলিংয়েই প্রতিপক্ষ গুঁড়িয়ে যায়। এছাড়া ম্যাচে ভিক্টোরিয়া একাডেমির জিম সেঞ্চুরি (১০২ রান) করেছে।
সকালে কুয়াশাজনিত কারণে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচটি নেমে আসে ৪৫ ওভারে। টস জিতে সরকারি ভিক্টোরিয়া একাডেমি প্রথমে ব্যাট করে ৪১ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৫৪ রান করে।
ভিক্টোরিয়ার ব্যাটসম্যানরা প্রতিপক্ষ পুলিশ লাইন্স একাডেমির বোলারদের ওপর চড়াও হয়। দলের পক্ষে ৪ নম্বরে নেমে ভিক্টোরিয়ার ব্যাটসম্যান জিম ৯১ বল মোকাবেলা করে ৪টি ছক্কা ও ১০টি চারের মারের সহায়তায় ১০২ রান এবং ঈমান আলী ৭ নম্বরে নেমে ৬ ছক্কা ও ৩ চারের মার সহ ৩৯ বলে তুলে নেয়। উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক করে ২৮ রান এবং অতিরিক্ত থেকে যোগ হয় ৪১ রান।
জবাবে ব্যাট করতে নেমে পুলিশ লাইন্স একাডেমির ব্যাটসম্যানরা ভিক্টোরিয়ার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। ভিক্টোরিয়ার বোলার ঈমান আলী ও শহীদ মিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৪ ওভার ৩ বলে ২৬ রানেই অলআউট হয়ে যায় পুলিশ লাইন্স একাডেমি। ফলে ২২৮ রানের বিশাল জয় পায় সরকারি ভিক্টোরিয়া একাডেমি।
শেরপুর জেলায় এবার বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেটে জেলার ৮টি স্কুল-মাদ্রাসা দু’টি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।
হাকিম বাবুল, শেরপুর