বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট ৪৫৫ রানের রেকর্ড গড়লো টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ। বুধবার নিজ মাঠে শহীদ জহাঙ্গীর স্কুলের বিপক্ষে রিজান হোসেন ও মিজানুর রহমানের জোড়া সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেটে ৪৫৫ রান করে টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ।
রেকর্ড গড়া ম্যাচে মিজানুর ১২৩ বলে ১৩৬ রান করেন। আর ৯৩ বলে ১০৮ রান করেন রিজান। এছাড়া হাফ-সেঞ্চুরি করেছেন আদনান হোসেন ও আলি ওমর। আবির ৩৪ বলে ৯৭ ও আদনান ৪২ বলে ৫৭ রান করেন।
জয়ের জন্য ৪৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে জাহাঙ্গীর স্কুল ৪৪ দশমিক ৪ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে গেছে। ফলে ২৯৩ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ২০১৫-১৬ মৌসুমের জাতীয় চ্যাম্পিয়ন টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ।
সংক্ষিপ্তক স্কোর
টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ : ৪৫৫/৫, ৫০ ওভার, মিজানুর রহমান ১৩৬ (১২৩), রিজান হোসেন ১০৮ (৯৩), আলি ওমর আবির ৯৭ (৩৪), আদনান হোসেন ৫৭ (৪২)।
শহিদ জাহাঙ্গীর স্কুল : ১৬২/১০, ৪৪.৪ ওভার, সজিব ৪৬ (৪৭), আব্দুল্লাহ ৩/২৩।
ফলাফল : টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ ২৯৩ রানে জয়ী।