মানিকগঞ্জকে হারিয়ে কাপ পর্বের জোন ফাইনালে শেরপুর

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১২:৫৩ এএম, ২৮ জানুয়ারি ২০২০
মানিকগঞ্জকে হারিয়ে কাপ পর্বের জোন ফাইনালে শেরপুর

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২০ ফুটবল টুর্নামেন্টের কাপ পর্বের মেঘনা অঞ্চলের ফাইনালে উঠেছে শেরপুর জেলা ফুটবল দল। সোমবার (২৭ জানুয়ারি) মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে দ্বিতীয় লেগের খেলায় টাইব্রেকারে ৫-৪ গোলে মানিকগঞ্জ জেলা দলকে পরাজিত করেছে শেরপুর।

আক্রমণ-পাল্টা আক্রমণে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি নির্ধারিত সময়ে গোলশূন্য অমিমাংসিত থাকে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত খেলায় এর আগে শুক্রবার (২৪ জানুয়ারি) প্রথম লেগে শেরপুর ভেন্যুতেও খেলাটি গোলশূন্য হয়। ফলে দুই লেগ মিলে অমিমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে প্রথম ৫টি শটের মধ্যে উভয় দলের চারটি করে গোল হয়। শেরপুরের রাজন, গাওফিল, জিহান ও সিজার গোল করেন এবং রেজুয়ানের শট গোলকিপার ফিরিয়ে দেন। অন্যদিকে মানিকগঞ্জের মামুন, সাগর, আলামিন ও শুভ গোল করেন এবং শেরপুরের গোলকিপার আলী প্রতিপক্ষের মঞ্জুর শট ফিরিয়ে দেন।

পরে টাইব্রেকারের সাডেন ডেথে মানিকগঞ্জের মাসুমের শট শেরপুরের গোলকিপার আলী ধরে ফেলেন এবং ডিফেন্ডার রিপন মানিকগঞ্জের জালে বল প্রবেশ করালে উল্লাসে মেতে ওঠে শেরপুর জেলা দল। এ জয়ের ফলে শেরপুর জেলা দল কাপ পর্বের ফাইনালে উন্নীত হয়।
sportsmail24
মেঘনা জোনের কাপ পর্বের ফাইনালে শেরপুর বনাম নেত্রকোনার মধ্যে প্রথম লেগের খেলা ৩১ জানুয়ারি (শুক্রবার) নেত্রকোনা স্টেডিয়ামে এবং দ্বিতীয় লেগের খেলা ৩ ফেব্রুয়ারি (সোমবার) শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শেরপুর ডিএফএ’র সভাপতি মানিক দত্ত এবং সাধারণ সম্পাদক হাকিম বাবুল।

মানিকগঞ্জকে পরাজিত করে শেরপুর মেঘনা জোনের কাপ পর্বের ফাইনালে উন্নীত হওয়ায় শেরপুর জেলা দলের খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছানুল মামুন, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমু হক নাজিম, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন প্রমুখ অভিনন্দন জানিয়েছেন।

হাকিম বাবুল, শেরপুর



শেয়ার করুন :


আরও পড়ুন

বেলের ইনজুরি নিয়ে চিন্তিত নন জিদান

বেলের ইনজুরি নিয়ে চিন্তিত নন জিদান

দ্বিতীয় ম্যাচেই তিক্ত স্বাদ পেল কিকে সেতিয়েন

দ্বিতীয় ম্যাচেই তিক্ত স্বাদ পেল কিকে সেতিয়েন

কনস্টেবল সোহাগের ঝড়ো ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন শেরপুর

কনস্টেবল সোহাগের ঝড়ো ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন শেরপুর

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন কবি ব্রায়ান্ট

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন কবি ব্রায়ান্ট