ওপেনার কনস্টেবল সোহাগ মিয়ার ঝড়ো ব্যাটিংয়ে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর জেলা পুলিশ দল। শেরপুর পুলিশ লাইন্স মাঠে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নেত্রকোনা জেলা পুলিশ দলকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে শেরপুর জেলা পুলিশ দল।
টি-টুয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচটি সময় স্বল্পতার কারণে ৬ ওভারে নির্ধারিত হয়। এতে টস জিতে নেত্রকোনা জেলা পুলিশ দল প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৫৬ রান করেন। জবাবে শেরপুর জেলা পুলিশ দল শুরুতেই দু’টি রান আউটে বিপর্যয়ে পড়ে। তবে ওপেনিং ব্যাটসম্যান কনস্টেবল সোহাগ মিয়ার ছক্কা-চারের ফুলঝুড়িতে অপরাজিত ৩৬ রানের সুবাদে ৬০ রান তুলে জয়লাভ করে শেরপুর।
শেরপুর জেলা পুলিশ দলের ওপেনিং ব্যাটসম্যান সোহাগ মিয়া ফাইনালে অপরাজিত ৩৬ রান করে ‘ম্যান অব দ্য ফাইনাল’ এবং পুরো টুর্নামেন্টে একটি হাফ-সেঞ্চুরিসহ সর্বোচ্চ ১৩১ রান করে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন।
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যরিস্টার মো. হারন অর-রশীদ বিপিএম প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
এ সময় ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুঁইয়া এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার কজী আশরাফুল আজীম বিপিএম।
শেরপুর জেলা পুলিশের আয়োজনে টি-টুয়েন্টি ফরম্যাটে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টে ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলা নেত্রকোনা, জামালপুর, ময়মনসিংহ ও স্বাগতিক শেরপুর জেলা দল রাউন্ড রবীন লিগ ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করে।
হাকিম বাবুল, শেরপুর।