নরসিংদীকে ৫ উইকেটে হারালো শেরপুরের কিশোররা

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১২:৪৫ এএম, ১৩ জানুয়ারি ২০২০
নরসিংদীকে ৫ উইকেটে হারালো শেরপুরের কিশোররা

বিসিবির ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টে নরসিংদী জেলা দলকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে শেরপুরের কিশোররা। গোপালগঞ্জে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপের খেলায় শেরপুরের ক্ষুদে ক্রিকেটাররা দাপট দেখিয়ে নরসিংদীর বিরুদ্ধে জয় তুলে নেয়।

রোববার (১২ জানুয়ারি) সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নরসিংদীর কিশোররা। তবে শেরপুরের বোলারদের দাপটে তারা বেশিদূর যেতে পারেনি। ৩৬ দশমিক ২ ওভারে মাত্র ৮৫ রানে অলআউট হয় নরসিংদী জেলা। দলের পক্ষে পলক পুটন বিশ্বাস ১৭ রান ছাড়া আর কেউ দু’ অঙ্কের কোটা পেরোতে পারেনি।

এছাড়া সর্বোচ্চ ৩৪ রান আসে অতিরিক্ত থেকে। শেরপুরের বোলার আশরাফুল ২২ রানে ৩ উইকেট, তৌহিদুল ৭ রানে এবং রিয়াজ মিয়া ১৮ রানে দু’টি করে উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে শেরপুর জেলা দল প্রথমদিকে চাপে পড়লেও রবিউলের ৩১ বলে ১৭ রান ও তানজিলুর রহমানের ৫০ বলে ১১ রানে ৩৪ ওভারে ৫ ইউকেটে ৮৬ রান তুলে জয়লাভ করে। অতিরিক্ত থেকে যোগ হয় ৩২ রান।

শেরপুর জেলা দল নরসিংদীর বিপক্ষে জয়লাভ করায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, ময়মনসিংহ বিভাগীয় ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাকিম বাবুল, কোচ রাফিউল ইসলাম রুমেলসহ দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

হাকিম বাবুল, শেরপুর



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সফরে আগের সিদ্ধান্তেই অনড় বিসিবি

পাকিস্তান সফরে আগের সিদ্ধান্তেই অনড় বিসিবি

কেন্দ্রীয় চুক্তিতে থাকতে না চেয়ে মাশরাফির অনুরোধ

কেন্দ্রীয় চুক্তিতে থাকতে না চেয়ে মাশরাফির অনুরোধ

শান্তর সেঞ্চুরি, রানের পাহাড় গড়েও খুলনার কাছে ঢাকার আত্মসমর্পণ

শান্তর সেঞ্চুরি, রানের পাহাড় গড়েও খুলনার কাছে ঢাকার আত্মসমর্পণ

ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট : সোহাগের দুর্দান্ত ব্যাটিংয়ে ফাইনালে শেরপুর

ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট : সোহাগের দুর্দান্ত ব্যাটিংয়ে ফাইনালে শেরপুর