শেরপুর পুলিশ লাইন্স মাঠে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টের বুধবার (৮ জানুয়ারি) দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচ দু’টিতে জয় পেয়েছে স্বাগতিক শেরপুর ও ময়মনসিংহ জেলা পুলিশ দল।
দিনের প্রথম খেলায় সকালে টস হেরে জামালপুর জেলা দল ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ৮ ইউকেটে ১১৩ রান করে। দলের পক্ষে সানোয়ার ৩৯, রুবেল ৩১ এবং অতিরিক্ত থেকে আসে ১৫ রান। প্রতিপক্ষের আনন্দ ১৭ রানে ৩টি এবং সাইফ ৩ রানে ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ১২ দশমিক ৪ ওভারে মাত্র ১১৪ রান তুলে শেরপুর জেলা পুলিশ দল ৫ উইকেটে জয়লাভ করে। শেরপুরের ব্যাটসম্যান আরাফাত ৩৩, সাইফ ২৯, সোহাগ ১৬ রান করেন এবং অতিরিক্ত থেকে যোগ হয় ১০ রান। জামালপুরের রেজাউল ১৪ রানে তুলে নেন ২ উইকেট।
এদিকে, দিনের দ্বিতীয় খেলায়ও জামালপুর জেলা পুলিশ দলকে ৪৩ রানে পরাজিত করে ময়মনসিংহ জেলা পুলিশ দল। টস জিতে ময়মনসিংহ জেলা দল নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেটে ১৩২ রান করে। দলের পক্ষে মোজম্মেল ৩৬, সিজার ৩৩, সবুজ ২৭ রান করে এবং এবং অতিরিক্ত থেকে আসে ১৯ রান। জামালপুরের বোলার জহির ২৭ রানে নেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে জামালপুর জেলা পুলিশ দল নির্ধারিত ১৫ ওভারে ৮ উইকেটে ৮৯ রান করলে ৪৩ রানের জয় পায় ময়মনসিংহ জেলা পুলিশ দল। দলের পক্ষে আরিফ ২৭, সানোয়ার ১৫ রান করেন এবং অতিরিক্ত থেকে যোগ হয় ১১ রান। ময়মনসিংহের পাভেল ২১ রানে তুলে নেন প্রতিপক্ষের ৩ উইকেট।
শেরপুর জেলা পুলিশের আয়োজনে জেলার পুলিশ লাইন্স ভেন্যুতে সোমবার থেকে টি-টুয়েন্টি ফরমেটে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টে ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলা নেত্রকোনা, জামালপুর, ময়মনসিংহ ও স্বাগতিক শেরপুর জেলা দল রাউন্ড রবীন লিগ ভিত্তিতে অংশগ্রহণ করছে। লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দু’টি দল ফাইনালে খেলবে।
হাকিম বাবুল/স্পোর্টসমেইল২৪