সাতক্ষীরার ভোমরার পদ্মশাঁখরায় চারদলীয় লাখ টাকা পুরস্কারের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার ভোমরার পদ্মখাঁখরা কোহিনুর ক্লাব আয়োজিত নয়া ড্রিংকিং ওয়াটার ফুটবল টুর্নামেন্টের এ উদ্বোধনী খেলায় ১-০ গোলে গাংনিয়া সবুজ সংঘ ফুটবল একাদশ জয়লাভ করে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে স্থানীয় ফুটবল মাঠে উত্তর শ্রীপুর ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে গাংনিয়া সবুজ সংঘ ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে কোন দলই গোল করতে না পারল্রে দ্বিতীয়ার্ধের ২৬ মিনিটে গাংনিয়া সবুজ সংঘের ৪ নম্বর জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়াড় জয়সূচক গোলটি করেন।
উভয় দলে ৭ জন করে বিদেশি খেলোয়াড় অংশ নেন। রেফারির দায়িত্ব পালন করেন ফিফা রেফারি এবং ফিফা ইন্সপেকটর সুজিত ব্যানার্জী চন্দন। তাকে সহায়তা করেন নাছির উদ্দিন ও একে আজাদ কানন। চতুর্থ রেফারি ছিলেন পিপুল।
ম্যাচে প্রথম গোলদাতাকে পুরস্কার ঘোষণা করেন তোহিদ এন্টারপ্রাইজের প্রোপাইটার তোহিদুর রহমান তৌহিদ। সেরা খেলোয়াড় নির্বাচিত হন গাংনিয়া সবুজ সংঘ ফুটবল একাদশের নাইজেরিয়ান খেলোয়াড়। সেরা খেলোয়াড়ের পুরস্কার দেন তরিকুল ইসলাম।
খালিদ বেভারেজ প্রাইভেট লিমিটেডের সৌজন্য অনুষ্ঠিত ম্যাচে বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উদ্বোধন করেন কোহিনুর ক্লাবের সভাপতি বাবুর আলি সরদার, ইব্রাহিম গাজি, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু প্রমুখ।